TRENDING:

Raju Jha Death: রাজু ঝা হত্যার তদন্তে বড় তথ্য ফাঁস! জেল বসেই হয়েছিল খুনের ছক! সিসিটিভি ফুটেজ দেখতে মরিয়া পুলিশ

Last Updated:

দুষ্কৃতীরা যে নীল গাড়িতে চেপে এসেছিল তা থেকে ১২টি অব্যবহৃত কার্তুজ মিলেছে। রাজুর দু’টি আইফোন তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন। সেখান থেকে কিছু তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: কয়লা কারবারি রাজু ঝা খুনের ঘটনায় যুক্ত হাজারিবাগ জেলে বন্দি গ্যাংস্টার আমন সিং! বিভিন্ন সম্ভাবনার সঙ্গে এদিকটাও খোঁজ নিচ্ছে পুলিশ। ইতিমধ্যেই আমন সিংয়ের ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নিয়েছে তারা। আরও নিশ্চিত হতে এবার হাজারিবাগ সংশোধনাগারের সি সি টিভি ফুটেজ পেতে উদ্যোগী হয়েছে পুলিশ।
advertisement

হাজারিবাগ সংশোধনাগারে থাকা এক কুখ্যাত সুপারি কিলার আমন সিং রাজু খুনে জড়িত থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। সেই কুখ্যাত সুপারি কিলার জেলে বসেই বিভিন্ন জায়গায় অপারেশন সারে। রাজু খুনে জড়িত সুপারি কিলাররা ঘটনার আগে হাজারিবাগ সংশোধনাগারে গিয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের সন্দেহ।

আরও পড়ুন: আজ রাজ্যে অমিত শাহ! প্রথমে অনুব্রত গড়ে সভা, তারপরে কলকাতায় বৈঠক, দিনভর শাহী সফরে নজর

advertisement

কারা হাজারিবাগের সংশোধনাগারে ওই কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে সাক্ষাৎ করেছে সে সম্পের্ক তথ্য পেতে চায় পুলিশ। সেকারণে হাজারিবাগ সংশোধনাগারের প্রধান প্রবেশপথ ও তার আশপাশের সি সি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। সংশোধনাগারের বাইরের সি সি ক্যামেরার ফুটেজ পাওয়ার জন্য বর্ধমান সিজেএম আদালতে আবেদন করেছেন তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন সিজেএম। হাজারিবাগ সংশোধনাগারের সুপারকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহে সব ধরনের সাহায্য করতে নির্দেশ দিয়েছেন বিচারক।

advertisement

রাজুকে খুনে তিনজন দুষ্কৃতী জড়িত বলে মনে করছেন তদন্তকারীরা। সিসি ক্যামেরার ফুটেজে তিন জনকেই রাজুর গাড়ির সামনে দেখা গিয়েছে। গাড়িতে রাজুর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায় দুষ্কৃতীদের গুলিতে জখম হন। তাঁর বাঁ হাতে গুলি লাগে। রাজুর উপর হামলা হচ্ছে দেখে তিনি তাঁকে বাঁচাতে আসেন। সেসময় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। হাতে গুলি লাগলে প্রাণভয়ে তিনি পালিয়ে যান। ব্রতীনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছে সিট।

advertisement

আরও পড়ুন: চড় চড় করে চড়ছে পারদ! তাপপ্রবাহে বাড়ছে হিটস্ট্রোকের আশঙ্কা! কী করবেন কী করবেন না, জেনে নিন এই বেলা

ঘটনার সময় রাজুর গাড়িতে একটি ট্রলিব্যাগ ও ব্রিফকেস ছিল। দু’টিই বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রলিব্যাগে জামা–কাপড় ছাড়াও ১ লক্ষ ৫০ হাজার ২০ টাকা ও কিছু কাগজপত্র ছিল। ব্রিফকেসে ৯৫ হাজার ১৬৫ টাকা ছিল। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলের কাছে একটি রেস্তোরাঁর সিসি ক্যামেরার ফুটেজ থেকে ঘটনার সময়ের কিছু ভিডিও মিলেছে। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

দুষ্কৃতীরা যে নীল গাড়িতে চেপে এসেছিল তা থেকে ১২টি অব্যবহৃত কার্তুজ মিলেছে। রাজুর দু’টি আইফোন তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন। সেখান থেকে কিছু তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raju Jha Death: রাজু ঝা হত্যার তদন্তে বড় তথ্য ফাঁস! জেল বসেই হয়েছিল খুনের ছক! সিসিটিভি ফুটেজ দেখতে মরিয়া পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল