TRENDING:

Bankura News: মোটা টাকা বেতন! নামী কোম্পানির চাকরি ছেড়ে যা করছেন বাংলার এই শিক্ষক, শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:

Bankura News: দীর্ঘ ১৮ বছর ধরে ধারাবাহিকতার সঙ্গে টিউশনি পড়িয়ে আসছেন এই শিক্ষক। তবে কেনই বা তিনি বিনা পয়সায় শিক্ষাদান করার চিন্তা ভাবনা নিয়েছেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: একটি ছোট্ট রুমের মধ্যে মাস্টারমশাইকে মাঝে বসিয়ে ছাত্র-ছাত্রীরা ঘিরে রয়েছে। কী করছেন তারা ? কেন শিক্ষককে মাঝে বসিয়ে ছাত্র-ছাত্রীরা বসে রয়েছেন ? আসলে মাস্টারমশাই মাঝে বসে প্রত্যেকটা ছাত্র-ছাত্রীদের সমানভাবে পড়াচ্ছেন।এই ‌শিক্ষকের সংকল্প ছিল বিনা পয়সায় টিউশনি পড়ানো। দীর্ঘ ১৮ বছর ধরে ধারাবাহিকতার সঙ্গে টিউশনি পড়িয়ে আসছেন এই শিক্ষক। তবে কেনই বা তিনি বিনা পয়সায় শিক্ষাদান করার চিন্তা ভাবনা নিয়েছেন।
advertisement

বাঁকুড়ার সোনামুখী ব্লকের বন্দোলহাটি গ্রামের বাসিন্দা রাজশ্রী চৌধুরীর দাবি তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং পাশ করেন ২০০০ সালে। তারপর বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনে যোগ দেন । সেখান থেকে তিনি যান বেলুড় মঠে ট্রেনিংয়ের জন্য। সেখান থেকে শারীরিক সমস্যার কারণে ফিরে আসেন নিজের বাসভবন বন্দরহাটিতে। এরপর তিনি এক নামি কোম্পানিতে বেশ ভাল বেতনের চাকরি পান। তবে তিনি সেটা না করে আবারও ফিরে আসেন তার বাসভবনে ।

advertisement

আরও পড়ুন-বলিউডে বিরাট দুঃসংবাদ…! না ফেরার দেশে ‘ডন’ ছবির বিখ্যাত পরিচালক, কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

এরপরই স্বপ্ন দেখেন যে এলাকার ছেলেমেয়েদেরকে বিনা পয়সায় শিক্ষাদান করবেন।এইভাবেই তিনি ১৮ বছর ধরে এলাকার ছেলেমেয়েদেরকে টিউশনি পড়াচ্ছেন। বিনা পয়সায় বহু ছাত্র-ছাত্রীরা লেখাপড়া শিখেছেন এই বিনা পয়সার শিক্ষকের কাছে। আগে ছাত্র ছাত্রীর সংখ্যা কম থাকলেও এখন কিন্তু ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে। ওই বন্ধনহাটি গ্রাম-সহ পার্শ্ববর্তী গ্রাম থেকেও এখন ছাত্র-ছাত্রীরা আসছেন টিউশন পড়ার জন্য। তবে রাজশ্রী বাবু এখন নামমাত্র মূল্যে শিক্ষকতা করছেন।

advertisement

View More

আরও পড়ুন-কয়েকশো গুণ শক্তি বাড়িয়ে আরও ভয়ঙ্কর সূর্য…! এক ইশারায় কাঁপবে ত্রিলোক, ৪ রাশির ‘জ্যাকপট’, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, হবে টাকার বৃষ্টি

রাজশ্রী চৌধুরী দীর্ঘদিন ধরে বিনা পয়সায় শিক্ষকতা করলেও এখন কিন্তু এলাকার কিছু শুভ বুদ্ধি সম্পন্ন গার্জেনরা গুরুদক্ষিণা হিসেবে নামমাত্র কিছু টাকা দেন। আর এতেই চলে তার সংসার। জানা যায়, এই শিক্ষক কোনও দিন কোনও ছাত্র-ছাত্রীকে বেতনের জন্য কোনও কথা বলেননি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনিকেত বাউরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: মোটা টাকা বেতন! নামী কোম্পানির চাকরি ছেড়ে যা করছেন বাংলার এই শিক্ষক, শুনলে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল