সাল ২০২১। মাত্র দুবছর আগের এই শিলান্যাসের ফলক। শিলান্যাস রয়েছে শিলান্যাসের জায়গাতেই, আর রাস্তার পিচ উধাও। দুবছরেই কি উধাও পিচ! এলাকায় কান পাতলে অভিযোগ আসছে প্রায় এক যুগ পিচ পড়েনি রাস্তায়।
এই ছবি রাজপুর সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বোড়াল মালিপাড়া এলাকায়। এলাকাবাসীর দাবি, ১১/২২ বছর আগে তৈরি পিচের রাস্তা ফি বছর বর্ষার জমা জলে কঙ্কালসার অবস্থা। কাউন্সিলরকে বলে সুরাহা হয়নি।
advertisement
আরও পড়ুন- হুহু করে নামছে পারদ! জলপাইগুড়িকে টেক্কা কলকাতার, দিঘাসফরের আগে আবহাওয়ার খবর নিন
এলাকা দিয়ে যাওয়ার সময় মুখ লুকিয়ে পালিয়ে যান কাউন্সিলর, অভিযোগ এলাকার বাসিন্দা শ্যামল নস্করের। বছরখানেক আগে আগের কাউন্সিলর রাবিশ ফেলে দিয়েছিলেন বর্ষার পরে। এখন এলাকার মানুষ নিজেরা বর্ষা গেলে রাবিশ ফেলে নেন, এমনই দাবি উঠছে।
প্রায়শই দুর্ঘটনা ঘটে। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত চলছে গাড়ি ভ্যান টোটো। স্কুল যাচ্ছে পড়ুয়ারা। বারবার দরবার করেও কোনও সুরাহা হয়নি। বর্ষার জল জমে থাকে মাসখানেক। জল নামলে ভাঙা বেহাল রাস্তা অভিযোগ ঊজ্জ্বলা নস্করের।
এমনকী ফলকে যে দুবছর আগে টাকা বরাদ্দের কথা ফলাও করে প্রচার করা হচ্ছে। তা নিয়ে এলাকাবাসীর বক্তব্য, কোনও পিচের রাস্তা হয়নি। তাহলে বরাদ্দ টাকা?
রাজপুর-সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ বলছেন, তাঁর ওয়ার্ডে আগামী কয়েক মাসের মধ্যে পাইপ লাইনের কাজ শুরু হবে, তার পরই রাস্তা তৈরি হবে। তিনি স্বীকার করে নিয়েছেন রাস্তা খারাপের কথা। তবে মানুষের সাথে যোগাযোগ রয়েছে। কথা বলেছেন এলাকাবাসীর সঙ্গে।
আরও পড়ুন- হচ্ছে হোম ডেলিভারি! মালপোয়া, গোকুল পিঠে সব পেয়ে যাবেন এক নিমেষে
পানীয় জল পৌঁছে যাওয়ার পর সমাধান হবে বেহাল রাস্তার? তৈরি হবে পিচের রাস্তা? নজর থাকবে আমাদেরও।