TRENDING:

Rajmohan Bairagi: বছরভর দু’শো স্মরণসভা, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকীর পাশাপাশি নতুন প্রজন্মকে বিপ্লবীদের লড়াই চেনাচ্ছেন রাজমোহন

Last Updated:

ভারতের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী বা বিনয়-বাদল-দীনেশদের মতই এঁদের অবদানও অনস্বীকার্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: নেতাজির অন্যতম সহযোগী ছিলেন বিপ্লবী সত্যরঞ্জন বক্সি। চট্টগ্রাম অস্ত্র্গার লুন্ঠন সহ সেকালের বিভিন্ন বৈপ্লবিক কাজকর্মেও যুক্ত ছিলেন তিনি। বিপ্লবী গোপীনাথ সাহা কলকাতায় ব্রিটিশ পুলিশ কমিশনারকে খুন করতে গিয়ে অন্য এক সাহেবকে গুলি করে খুন করে মাত্র ১৮ বছর বয়সে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন। কাকরী ট্রেন লুটে জড়িত ছিলেন বিপ্লবী রাজেন্দ্র লাহিড়ি। পরবর্তীকালে মাত্র ২৬ বছর বয়সে ফাঁসি হয় তাঁর। ভারতের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী বা বিনয়-বাদল-দীনেশদের মতই এঁদের অবদানও অনস্বীকার্য। তবে খ্যাতির আড়ালে চলে যাওয়া এই সব বিপ্লবীদের ক’জনই বা মনে রেখেছেন?
স্বাধীনতা সংগ্রামীদের জন্মদিন পালন 
স্বাধীনতা সংগ্রামীদের জন্মদিন পালন 
advertisement

এখানেই ব্যতিক্রম জয়নগরের বকুলতলা থানার ঘোষেরচক শিবালয় মন্দিরের ‘মহারাজ’ রাজমোহন বৈরাগী। এলাকার ছেলে-মেয়েদের নিয়ে স্বাধীনতা সংগ্রামে যুক্ত খ্যাত-অখ্যাত বিপ্লবীদের জ্ন্মদিন বা প্রয়াণ দিবসে নিয়মিত স্মরণ করে চলেছেন তিনি। বছর তেত্রিশের রাজমোহন স্নাতক পাশ করে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। বিভিন্ন আশ্রম ঘুরে বছর কয়েক আগে চলে আসেন নিজের এলাকায় ঘোষেরচক শিবালয় মন্দিরে। মন্দির চত্বরকে সাজিয়ে তোলেন আশ্রমিক পরিবেশের আদলে। এলাকার শিশু-কিশোরদের সেখানে অবাধ যাতায়াত। তাদের নিয়মিত মন্ত্রপাঠ, ধ্যান, শিষ্ঠাচারের পাঠ দেন রাজমোহন। তাদের জন্য মন্দির চত্বরে তৈরি করেছেন একটি গ্রন্থাগারও। এখানেই বছরভর পালিত হয় বিপ্লবীদের জন্মদিন বা প্রয়াণ দিবস।

advertisement

আরও পড়ুন: মুকুটহীন সম্রাট এই স্কুল! চলে যেমন খুশি তেমন ভাবে, আজব সমস্যা অবাক করছে সকলকে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

রাজমোহন জানান, “সারা বছরে প্রায় দু’শো মণীষীর জন্ম বা মৃত্যু দিন পালন হয় মন্দিরে। সম্ভব হলে বিপ্লবী বা বিখ্যাত মানুষদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rajmohan Bairagi: বছরভর দু’শো স্মরণসভা, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকীর পাশাপাশি নতুন প্রজন্মকে বিপ্লবীদের লড়াই চেনাচ্ছেন রাজমোহন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল