এখানেই ব্যতিক্রম জয়নগরের বকুলতলা থানার ঘোষেরচক শিবালয় মন্দিরের ‘মহারাজ’ রাজমোহন বৈরাগী। এলাকার ছেলে-মেয়েদের নিয়ে স্বাধীনতা সংগ্রামে যুক্ত খ্যাত-অখ্যাত বিপ্লবীদের জ্ন্মদিন বা প্রয়াণ দিবসে নিয়মিত স্মরণ করে চলেছেন তিনি। বছর তেত্রিশের রাজমোহন স্নাতক পাশ করে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। বিভিন্ন আশ্রম ঘুরে বছর কয়েক আগে চলে আসেন নিজের এলাকায় ঘোষেরচক শিবালয় মন্দিরে। মন্দির চত্বরকে সাজিয়ে তোলেন আশ্রমিক পরিবেশের আদলে। এলাকার শিশু-কিশোরদের সেখানে অবাধ যাতায়াত। তাদের নিয়মিত মন্ত্রপাঠ, ধ্যান, শিষ্ঠাচারের পাঠ দেন রাজমোহন। তাদের জন্য মন্দির চত্বরে তৈরি করেছেন একটি গ্রন্থাগারও। এখানেই বছরভর পালিত হয় বিপ্লবীদের জন্মদিন বা প্রয়াণ দিবস।
advertisement
আরও পড়ুন: মুকুটহীন সম্রাট এই স্কুল! চলে যেমন খুশি তেমন ভাবে, আজব সমস্যা অবাক করছে সকলকে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজমোহন জানান, “সারা বছরে প্রায় দু’শো মণীষীর জন্ম বা মৃত্যু দিন পালন হয় মন্দিরে। সম্ভব হলে বিপ্লবী বা বিখ্যাত মানুষদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়।”
সুমন সাহা






