বৃহস্পতিবার রাতে এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানা এই ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আগামী ১ ঘণ্টায় তোলপাড় হবে কলকাতার আকাশ, জারি বাজের সতর্কতা! আবহাওয়ার বড় খবর
অভিযোগ দায়ের এরপর রাজন্যা হালদার বলেন, ‘যারা আরজি করের নারী নির্যাতন নিয়ে সুবিচার চাইছেন তাদেরই অনেকে আরেকজন নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন।’
advertisement
আরও পড়ুন: পুত্রশোকে আজও ক্ষতবিক্ষত বলিউডের জনপ্রিয় এই অভিনেতা, ১১ বছরের ছেলের মৃত্যু কীভাবে? শিউরে উঠবেন
আরজিকর কাণ্ডে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে আর একজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া, রাম বাম মনস্ক এই মানসিকতাকে কটাক্ষ করেন তিনি। তৃণমূল কংগ্রেস করার জন্যই তাঁর প্রতি এই অশালীন মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সুমন সাহা