বর্ষায় প্রায় দু’মাসের বেশি সময় ধরে জলমগ্ন এই গ্রামের বিভিন্ন এলাকা। দুর্ভোগের শিকার কয়েক হাজার মানুষ। জমা জলে যেমন কাজকর্মে সমস্যা তৈরি করছৈ, তেমনই শিশুদের পড়াশোনায় ব্যাপক প্রভাব ফেলেছে। এলাকার শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ এই জমা জলের কারণে। গোটা ঘটনায় স্থানীয়রা এতটাই হতাশ যে বলছেন, এর থেকে বন্যা অনেক ভাল! তাতে জল এতদিন জমে থাকত না।
advertisement
আরও পড়ুন: প্লাস্টিক ত্রিপলের ভরসায় দুর্গতিনাশিনী! অতিরিক্ত বৃষ্টিতে বেকায়দায় প্রতিমা শিল্পীরা
যত দিন গড়াচ্ছে সমস্যা আরও জটিল থেকে জটিলতর হচ্ছে এখানে। স্থানীয়রা জানান, গত কয়েক বছরে এই সমস্যা আরও বেড়েছে। একটানা জল জমে থাকার ফলে নানান রোগভোগের আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে সাপ, বিছে ও পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে। সব মিলিয়ে ব্যাপক অসুবিধা এবং নানান আশঙ্কায় ভুগছেন এখানকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বারবার এই সমস্যার কথা প্রশাসনকে জানালেও সমস্যার সমাধান হয়নি। নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট জলমগ্ন হয়ে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন