একঘেঁয়ে জীবনে শুধু পঠনপাঠন নয়, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনার মানসিকতা বৃদ্ধি, সৃজনশীল ভাবধারা বিকাশের লক্ষে প্রাথমিক বিদ্যালয় ছোট ছোট পড়ুয়াদের নিয়ে বিশেষ এক দিন পালন করল বিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা ব্যাগ নিয়ে এলেও তাতে ছিল রং, পেন্সিল, খাতা এমনকি রঙিন ছাতা। বর্ষার এই দিনটিকে নতুনভাবে পালন করল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। সারাদিন ছবি আঁকা, নাচ, এমনকি বৃষ্টিতে ছাতা মাথায় শিক্ষিকাদের সঙ্গে ঘোরা এবং সবশেষে তারা কাগজের নৌকো বানিয়ে জলে ভাসিয়ে দিনটিকে পালন করে।
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বড়মোহনপুর ভগবতী দেবী শিক্ষা নিকেতনের এই অভিনব ভাবনা। তবে হঠাৎ পড়াশোনা বাদ দিয়ে এমন আয়োজন কেন? বিকালে কর্তৃপক্ষ জানাচ্ছে, শুধু তথাকথিত কেতাবি শিক্ষা নয়, পড়ুয়াদের মধ্যে মানসিকতা বৃদ্ধি, মননের বিকাশ এবং সৃজনশীল উদ্যোগ নিয়েই এই ভাবনা। যেখানে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ভারী ব্যাগের বোঝা টানা নয়, তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ পায়। এছাড়াও এদিন শিক্ষার্থীরা শেখে ছড়া লেখা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
স্বাভাবিকভাবে বিদ্যালয়ের জুড়ে এদিন ‘রেনবো ডে’ বা রামধনু দিবস পালন করল পড়ুয়ারা। বর্ষা মানে রঙিন রামধনুর দিন। রামধনু কী, কতগুলি রং থাকে তাও জানল পড়ুয়ারা। স্বাভাবিকভাবে ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে টিচার্স ডে, বা স্বাধীনতা দিবসের মত প্রচলিত দিন পালন নয়, বর্ষায় ‘রেইনবো ডে’ পালন করল বিদ্যালয়টি। খুশি শিক্ষামহল।
রঞ্জন চন্দ