আসানসোল এনজিনিয়ারিং কলেজের শিক্ষক অভিজিত দেবনাথ। বৃষ্টির জলকে ফের ব্যবহারের উপযোগী করে তুলতে অনেকদিন ধরেই মানুষকে বোঝাতে চাইছেন তিনি। আসানসোলের পলাশডিহা গ্রামে নিজের খরচেই তৈরি করেছেন রেন ওয়াটার হার্ভেস্টিং। গ্রামবাসীদের বোঝাতে পেরেছেন বৃষ্টির জল ধরে রাখার প্রয়োজনীয়তা ঠিক কোথায়।
সাহায্যে এগিয়ে এসেছেন ইনজিনিয়ারিং কলেজের আর এক শিক্ষক চন্দ্রশেখর কুণ্ডু। আপাতত ছোট করে তৈরি হয়েছে এই বৃষ্টি বাড়ি প্রকল্প। বৃষ্টি হলেই দুটি বড় ড্রাম ভরে উঠছে জলে। সেই জলকেই দৈনন্দিন কাজে ব্যবহার করছেন গ্রামবাসীরা।
advertisement
গ্রামে জলের সমস্যা ছিল৷ এখন ২৪ ঘণ্টাই হাতের নাগালে জল৷ খুশি গ্রামবাসীরাও। বিন্দু বিন্দুতেই তৈরি হয় সিন্ধু। এখন টার্গেট, এই প্রকল্প গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2019 1:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃষ্টির জল ধরে রেখে গ্রামবাসীদের রেন ওয়াটার হার্ভেস্টিং শেখাচ্ছেন আসানসোলের দুই শিক্ষক