আশেপাশের কয়টি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন যাতে বিষয়টির উপর নজর দেয় তার আবেদন জানানো হচ্ছে। এরই পাশাপাশি যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণেরও দাবি জানানো হচ্ছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঝালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু চন্দ্র। তিনি বলেন , যার বাড়িটি ধসে গিয়েছে তিনি কর্মসূত্রে নবদ্বীপে থাকেন। তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেসিবি দিয়ে পৌরসভার পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন:
এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় এটি । বহু মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে থাকেন। আগামী দিনে পৌরসভার পক্ষ থেকে ঝালদা শহরের বিপদজনক বাড়িগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেদিকেও নজর দেওয়া হবে। বিগত কিছুদিন এই অতিবৃষ্টির জেরে নানান সমস্যার মধ্যে পড়ে রয়েছে পুরুলিয়ার মানুষেরা। এরই মধ্যে ঝালদা শহরে দোতলা পাকা বাড়ি হুড়মুড়িয়ে পড়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন ঝালদাবাসীরা।
শমিষ্ঠা ব্যানার্জি