TRENDING:

Rain-Flood: দক্ষিণবঙ্গেও পুজোর আগেই বন্যা পরিস্থিতি! নদীর জল বেড়েই চলেছে! সতর্ক প্রশাসন! 

Last Updated:

Rain-Flood: বৃষ্টিতে নাজেহাল মানুষ! নদীর জল বাড়ছে হু-হু করে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর: নদী উপচে হু হু করে জল ঢুকছে দুই জেলায়। বাঘুই নদীর জলে প্লাবিত পটাশপুরের বহু গ্রাম। একদিকে রবিবার রাত থেকে টানা বর্ষণ অন্যদিকে পড়শি রাজ্যে ভারী বৃষ্টির ফলে একাধিক জলাধার থেকে জল ছাড়া হয়েছে ফলস্বরূপ বাগুই ও কেলেঘাই নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। অন্যদিকে গভীর নিম্নচাপের বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টি এবং বাগুই নদীর জল উপচে পটাশপুর ব্লকের বিভিন্ন এলাকা জলবন্দী হয়ে পড়েছে।
advertisement

পটাশপুর ১ নং ব্লকের চকগোপাল, পদিমা বেশ কয়েকটি গ্রাম নদীর জলে প্লাবিত। ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন এলাকাবাসীরা। বেশ কিছু মাটির বাড়িতে জল ঢুকে গেছে। রাস্তাঘাট চলে গেছে জলের তলায়। ডুবে গেছে বহু পুকুর। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষের জমি। ইতিমধ্যেই বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে শুরু করেছে অন্যের বাড়িতে বা উঁচু জায়গায়। প্রশাসনের তরফে প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন পটাশপুরের মানুষজন।

advertisement

আরও পড়ুন: 

প্রসঙ্গত ২০২১ সালে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পটাশপুর ১ ও ভগবানপুর ১ ব্লকের বিস্তীর্ণ এলাকা। ২০২৩ সালেও নিম্নচাপের বৃষ্টির কারণে একাধিক জলধার থেকে জল ছাড়ায় চরমসীমার উপর দিয়ে বইছে নদীর জল। লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন বিভিন্ন এলাকা। প্রশাসন সূত্রের খবর পটাশপুরে এখনও পর্যন্ত ৩৭৫ মিলিমিটারের বেশী বৃষ্টি হয়েছে। বেশ কিছু বাড়িতে জল ঢুকে গেছে। তাদেরকে উদ্ধার করে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। এদিন দুপুরের পর চরম বিপদসীমা অতিক্রম করে কেলেঘাই নদীর জলের স্তর। সাধারণ প্রশাসন ও সেচ দফতরের পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশও। কেলেঘাই নদী বাঁধ পরিদর্শন করে পুলিশ আধিকারিকেরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Saikat Shee

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rain-Flood: দক্ষিণবঙ্গেও পুজোর আগেই বন্যা পরিস্থিতি! নদীর জল বেড়েই চলেছে! সতর্ক প্রশাসন! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল