TRENDING:

Rain During Durga Puja: একটা ছোট্ট ভুল হয়েছিল, জমা জলে মানুষের জন্য কাজ করতে নেমে প্রাণ গেল ভিআরপি কর্মীর! শাসনে যা ঘটল, শিউরে উঠবেন শুনে

Last Updated:

Rain During Durga Puja: এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতভর বৃষ্টির জমা জল কাঁচা কঞ্চি দিয়ে পরিষ্কার করতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মিরাজুলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

জিয়াউল আলম, শাসন: শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভিআরপি কর্মীর মৃত্যু। এলাকায় শোকের ছায়া। জানা গিয়েছে, শাসনের তেহাটা গ্রামে এক ভিআরপি ( ভিলেজ রিসোর্স পার্সেন্ট ) কর্মীর মৃত্যু হয়েছে। রাতভর বৃষ্টির জমা জল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ভিআরপি কর্মী মিরাজুল আলীর।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতভর বৃষ্টির জমা জল কাঁচা কঞ্চি দিয়ে পরিষ্কার করতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মিরাজুলের। বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

আরও পড়ুন: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় মোড়! রাজ্যের বক্তব্য জানিয়ে দিলেন কপিল সিব্বল! এবার কী করতে হবে বিরোধী পক্ষকে? জানিয়ে দিল শীর্ষ আদালত

এদিকে, সোমবার রাতভর মুষলধারে বৃষ্টিতে কলকাতা শহর কার্যত অচল হয়ে পড়ে। ভোর থেকে বিভিন্ন জায়গায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ন’জনের। মৃতদের মধ্যে রয়েছেন ফল বিক্রেতা, দৈনিক যাত্রী, সাধারণ পথচারীও। কারও মৃত্যু হয়েছে খোলা তারে হাত লেগে, কারও আবার রাস্তার বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে।

advertisement

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে একাধিক জায়গায় ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। গড়িয়া কামদাহারিতে ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড। ফলে শহরের প্রধান সড়কগুলো হাঁটু থেকে কোমর সমান জলে ডুবে যায়। রেল-মেট্রো পরিষেবা ভেঙে পড়েহাওড়া-শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল বাতিল, কলকাতা মেট্রোর কয়েকটি অংশে পরিষেবা বন্ধ। একই অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলারও। এরই মধ্যে সামনে আসছে একের পর এক মৃত্যুর খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rain During Durga Puja: একটা ছোট্ট ভুল হয়েছিল, জমা জলে মানুষের জন্য কাজ করতে নেমে প্রাণ গেল ভিআরপি কর্মীর! শাসনে যা ঘটল, শিউরে উঠবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল