জিয়াউল আলম, শাসন: শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভিআরপি কর্মীর মৃত্যু। এলাকায় শোকের ছায়া। জানা গিয়েছে, শাসনের তেহাটা গ্রামে এক ভিআরপি ( ভিলেজ রিসোর্স পার্সেন্ট ) কর্মীর মৃত্যু হয়েছে। রাতভর বৃষ্টির জমা জল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ভিআরপি কর্মী মিরাজুল আলীর।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতভর বৃষ্টির জমা জল কাঁচা কঞ্চি দিয়ে পরিষ্কার করতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মিরাজুলের। বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
এদিকে, সোমবার রাতভর মুষলধারে বৃষ্টিতে কলকাতা শহর কার্যত অচল হয়ে পড়ে। ভোর থেকে বিভিন্ন জায়গায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ন’জনের। মৃতদের মধ্যে রয়েছেন ফল বিক্রেতা, দৈনিক যাত্রী, সাধারণ পথচারীও। কারও মৃত্যু হয়েছে খোলা তারে হাত লেগে, কারও আবার রাস্তার বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে একাধিক জায়গায় ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। গড়িয়া কামদাহারিতে ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড। ফলে শহরের প্রধান সড়কগুলো হাঁটু থেকে কোমর সমান জলে ডুবে যায়। রেল-মেট্রো পরিষেবা ভেঙে পড়ে—হাওড়া-শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল বাতিল, কলকাতা মেট্রোর কয়েকটি অংশে পরিষেবা বন্ধ। একই অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলারও। এরই মধ্যে সামনে আসছে একের পর এক মৃত্যুর খবর।