জানা যাচ্ছে, বুধবার দুপুর থেকে কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ তল্লাশি চালানোর পর রেলের কামরায় উঠে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি চালায় রেল পুলিশ। সেই সঙ্গেই কাটোয়া-ব্যাণ্ডেল রেলপথে ইএমইউ গাড়ির ভেন্ডর কামরাতেও তল্লাশি চালানো হয়।
আরও পড়ুনঃ মশলাতেও ভেজাল! গ্রামের মহিলাদের আসল-নকল তফাৎ শেখাচ্ছে যুবরা, বিশেষ প্রকল্পে উপকৃত হচ্ছেন অনেকে
advertisement
এই বিষয়ে কাটোয়া রেল পুলিশ জানায়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেলের কামরায় বিশেষ নজরদারি চালানোর জন্য আমাদের বিশেষ টিম তৈরি করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে মেল-এক্সপ্রেস সহ লোকাল ট্রেনে উঠে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রেল পুলিশের এই তল্লাশি অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তাঁরা বলেন, খুব ভাল কাজ। প্রত্যেক দিন পুলিশ তল্লাশি করলে ভাল হয়।
প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের পর থেকে বাংলার নানা প্রান্তেও নিরাপত্তার বজ্র আঁটুনি চোখে পড়ছে। এবার যেমন কাটোয়ায় ট্রেনে উঠে তল্লাশি চালাল রেল পুলিশ। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। রেল পুলিশের এই পদক্ষেপকে যাত্রীরাও স্বাগত জানিয়েছেন।
