আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের পর প্রশ্নে মহিলা নিরাপত্তা! ক্যারাটের কোন স্টেপগুলি মেয়েদের জেনে রাখা দরকার?
এরপর সেই ৫০ ঊর্ধ্ব অসুস্থ ব্যক্তিকে তাঁরা উদ্ধার করে নিয়ে আসেন প্ল্যাটফর্মে। স্টেশন গার্ড ও রেলকর্মীদের সহযোগিতায় তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবার জন্য বেশ কিছু মানুষ এগিয়ে আসেন। কিন্তু তাদের অভিযোগ বারবার রেল কর্মীদের ডাকা হলেও কোন সাড়া মেলেনি। যার ফলে অসুস্থ ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
advertisement
এই ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে পড়েন সাধারণ ট্রেন যাত্রীরা। অভিযোগ প্রবীণ ব্যক্তিকে বাঁচাতে কোনরকম পদক্ষেপ নেয়নি ওই স্টেশনের রেলকর্মীরা। বহুবার ডাকাডাকি করেও কেউ এগিয়ে আসেনি বা সহযোগিতা করেননি। অনেকেই মনে করছেন, হয়ত সময়মত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারলে প্রাণে বাচঁতেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2024 3:45 PM IST