TRENDING:

Railway News: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! শতবর্ষে হাওড়া স্টেশনে এবার যা করল পূর্ব রেল..., জানলে চমকে যাবেন

Last Updated:

Railway News: শতবর্ষে হাওড়া স্টেশন! ডিভিশনের উন্নয়নে একগুচ্ছ কর্মসূচি পূর্ব রেলের, শতবর্ষ আগে একটা ট্রেন নিয়ে হাওড়া স্টেশনের যাত্রা শুরু হলেও বর্তমানে  এই স্টেশন দিয়ে প্রতিদিন ১১ লক্ষ যাত্রী যাতায়াত করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ১০০ বছরে হাওড়া রেল স্টেশন! একশত বছরে দারুণ পরিবর্তন হাওড়া স্টেশনে। দীর্ঘ এই যাত্রা পথ অতিক্রম করে শতবর্ষ উপলক্ষে ডিভিশনের উন্নয়নে একগুচ্ছ কর্মসূচি নিল পূর্ব রেল। ঘোষণা করেন হাওড়ার ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। শতবর্ষ উদযাপনে একটি লোগো প্রকাশ করা হয়। বর্তমান সময়ে দারুন যাত্রী চাপ রয়েছে হাওড়া স্টেশনে। ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে একটি হাওড়া স্টেশন। সারা দেশের সঙ্গে রেল যোগাযোগে একশত বছর যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাওড়া ষ্টেশন। স্টেশনে যাত্রী নিরাপত্তা থেকে সুষ্ঠু পরিষেবা প্রদান এবং আধুনিক করণের উদ্যোগ। একশত বছর আগে মাত্র একটি ট্রেন কিছু সংখ্যক যাত্রী নিয়ে চলাচল শুরু করে বর্তমানে প্রায় প্রতিদিন ১১ লক্ষ যাত্রী যাতায়াত করে এই স্টেশন থেকে। আর এই ১০০ বছর উদযাপনে একগুচ্ছ কর্মসূচি।
advertisement

এই স্টেশনে ক্রমশ যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। সেই দিক গুরুত্ব রেখে স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। সব মিলিয়ে প্ল্যাটফর্ম সংখ্যা হবে ২৪টি। পুরনো ডিআরএম অফিসের পরিবর্তে রেল মিউজিয়াম এর পাশেই তৈরি করা হচ্ছে নতুন ডিআরএম অফিস। অল্পদিনের মধ্যে চালু করা হবে বলে জানা যায়। আরও দ্রুত এবং সময়ে ট্রেন চালাতে হাওড়া স্টেশনে ঢোকার মুখে চাঁদমারি সেতুর পাশাপাশি বেনারস রোড ব্রিজ নতুনভাবে তৈরি করা হচ্ছে। আশা করা যায় এই বছরের মধ্যে এই কাজ শেষ হবে। হাওড়া ডিভিশনের ১৫টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে আরও উন্নত মানের করে তোলা হচ্ছে। এর মধ্যে ব্যান্ডেল স্টেশনে একটি আধুনিক মানের কোচিং ডিপো তৈরি করা হচ্ছে। এর ফলে উত্তর ভারত এবং পূর্ব ভারতে আরও বেশি করে ট্রেন চালানো যাবে।

advertisement

আরও পড়ুন-বৃহস্পতির রাজকীয় চালে দুঃসময় শেষ…! ত্রিভুবন কাঁপাবে ৩ রাশি, প্রচুর অর্থলাভ, সোনার মতো চমকাবে ভাগ্য!

ডিভিশনের সূচনার শতবর্ষকে স্মরণীয় করে তুলতে পূর্ব রেলের শতবর্ষের বিভিন্ন ঘটনার ছবি, পোস্টার, পুরস্কারের ছবি ইত্যাদি দিয়ে একটি লোকাল ট্রেনের বগিকে সাজিয়ে প্রদর্শনীর জন্য রাখা হবে। এছাড়াও বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে একটি স্মরনিকা প্রকাশ করা হবে। রাজধানী এক্সপ্রেসের একটি ইঞ্জিনকেও এই উপলক্ষে সাজিয়ে তোলা হবে বলে জানা যাচ্ছে। এরই সঙ্গে শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি ডাকটিকিট প্রকাশ করার কথা জানান হয়। পাশপাশি যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে আরপিএফ নজর দাড়ির পাশাপাশি স্টেশনকে আরও অত্যাধুনিক মানের সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। হাওড়া, ব্যান্ডল ও কাটোয়ায় মহিলা আরপিএফ কর্মীদের ব্যারাক তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে পূর্ব রেলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে বছরভর একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন-পায়ের বুড়ো আঙুলের থেকে কি দ্বিতীয় আঙুলটি বেশি লম্বা? সৎ না অসৎ! মানুষ হিসেবে কেমন এরা? পা দেখেই জানুন চরিত্র

ডিআরএম জানান, হাওড়া ডিভিশনের শতবর্ষ উপলক্ষে এই ডিভিশনে সময়ে ট্রেন চালানো এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিদিনই হাওড়া স্টেশন দিয়ে গড়ে ১১ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এর মধ্যে ৬৫ শতাংশই শহরতলির লোকাল ট্রেনের যাত্রী। বাকি ৩৫ শতাংশ দূরপাল্লার ট্রেনের যাত্রী। স্টেশনে প্রতিদিন ১৬৫ টি লোকাল ট্রেন এবং ৪৫ টি দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। ট্রেন পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Railway News: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! শতবর্ষে হাওড়া স্টেশনে এবার যা করল পূর্ব রেল..., জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল