গত এক বছরে, এই কঠোর পদক্ষেপের ফলে টিকিট ছারা ভ্রমণের ঘটনা উল্লেখযোগ্য ভাবে কম হয়েছে। পূর্ব রেলওয়ের ডেডিকেটেড টিকিট চেকিং দল গুলি ০১.০৪.২০২৩ থেকে ৩১.১০.২০২৩ পর্যন্ত ৯৮৫৩৫১ পেনাল্টি কেস হোল্ড করেছে। বিনা টিকিটে যাত্রীদের জন্য কঠোর পদক্ষেপ রেলের৷ বিনা টিকিটে ভ্রমণ প্রবণতা রুখতে যাত্রীদের আরোপিত জরিমানা শুধুমাত্র একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করেনি বরং রেলের রাজস্ব উৎপাদনে অবদান রেখেছে।
advertisement
আরও পড়ুন: শীতকালে ত্বকে ও চুলে সর্ষের তেল মাখুন! বিশেষজ্ঞের থেকে জানুন ব্যবহারের বিশেষ পদ্ধতি
এই সময়ের রেভিনিউ ৫৩ কোটি ৯৩ লক্ষ ১৬ হাজার ২৬৮ টাকা।এই প্রসঙ্গে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পূর্ব রেলের অধিকাংশ যাত্রী রেলের নিয়ম বিধি মেনে চলেন। সে বিষয়ে প্রশংসা করেছেন। এর পাশাপাশি সকল যাত্রীকে টিকিট ক্রয় করে যাতায়াতের পরামর্শ। নিয়ম বিধি মেনে ভ্রমণ সকল যাত্রীর পক্ষে কল্যাণ জনক। সেই দিক থেকে বৈধ টিকিটে এবং রেলের নির্দেশিকা মেনে চলা একজন যাত্রীর কর্তব্য। তাতে রেল এবং যাত্রী উভয় থাকবে সুরক্ষিত।
রাকেশ মাইতি