TRENDING:

New rail connection to Swarupnagar: শিয়ালদহ- বনগাঁ শাখায় এবার নতুন লাইন? স্বরূপনগরকে রেলপথে জোড়ার উদ্যোগ

Last Updated:

বৈঠক শেষে শান্তনু ঠাকুর জানান, রেল উদ্যোগী হলেও এই প্রকল্পের বাস্তব রূপায়ণের জন্য রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জিয়াউল আলম, মছলন্দপুর: শিয়ালদহ বনগাঁ শাখায় এবার তৈরি হতে পারে নতুন রেল পথ৷ রেল পথে জুড়তে পারে উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগর৷ শিয়ালদহ- বনগাঁ শাখার মছলন্দপুর স্টেশন থেকে স্বরূপনগর পর্যন্ত নতুন রেল পথ তৈরি করার সম্ভাবনা নিয়ে এ দিন আলোচনা করলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এবং এলাকার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর৷
মছলন্দপুর থেকে স্বরূপনগরকে রেলপথে যুক্ত করার চেষ্টা শুরু৷
মছলন্দপুর থেকে স্বরূপনগরকে রেলপথে যুক্ত করার চেষ্টা শুরু৷
advertisement

ট্রেন ধরার জন্য স্বরূপনগরের বাসিন্দাদের দীর্ঘ পথ পেরিয়ে মছলন্দপুরে আসতে হয়৷ ট্রেন ধরতে গিয়ে তাই যথেষ্টই বিপাকে পড়তে হয় স্বরূপনগরের হাজার হাজার বাসিন্দাকে৷ ইউপিএ সরকারের আমলে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেলপথে স্বরূপনগরকে যুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন৷ যদিও তার পরে সেভাবে কাজ এগোয়নি৷

আরও পড়ুন: ১৮ দিনে ৮ বার বিমান বিভ্রাট, স্পাইসজেটকে নোটিশ পাঠাল ডিজিসিএ

advertisement

ফের একবার স্বরূপনগরকে রেলপথে যুক্ত করার উদ্যোগ শুরু হল৷ এ দিন রেলের বিশেষ কোচে চড়ে মছলন্দপুর স্টেশনে আসেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এস পি সিং৷ রেলের ইনস্পেকশন কোচের ভিতরেই বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন তিনি৷ পরে ওই কোন জায়গা থেকে স্বরূপনগরের দিকে রেল লাইন নিয়ে যাওয়া সম্ভব, তাও পরিদর্শন করেন ডিআরএম এবং সাংসদ সহ রেলের আধিকারিকরা৷

advertisement

আরও পড়ুন: আলাদা হয়ে গেল বগি! বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল উলুবেড়িয়া-হাওড়া লোকাল

বৈঠক শেষে শান্তনু ঠাকুর জানান, রেল উদ্যোগী হলেও এই প্রকল্পের বাস্তব রূপায়ণের জন্য রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন৷ কারণ প্রকল্পে সবথেকে বড় সমস্যা জমি অধিগ্রহণ৷ ফলে রাজ্য সরকারের তরফে জেলাশাসক প্রকল্পে ছাড়পত্র না দিলে কাজ এগোবে না বলে জানিয়ে দিয়েছেন সাংসদ৷ জমি অধিগ্রহণে জটিলতা না হলে প্রকল্পের কাজ দ্রুত এগোবে বলেই আশা প্রকাশ করেন শান্তনু ঠাকুর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

স্বরূপনগরকে রেল পথে যুক্ত করার উদ্যোগে দারুণ খুশি এলাকার বাসিন্দারাও৷ তাঁরা বলছেন, পড়াশোনা, চাকরি, ব্যবসা, চিকিৎসার প্রয়োজনে প্রতিদিনই স্বরূপনগরের বহু মানুষকে বারাসত বা কলকাতার দিকে আসতে হয়৷ তার জন্য মছলন্দপুর পর্যন্ত আসতেই অনেক টাকা গাড়ি ভাড়া দিতে হয়৷ সময়ও লাগে প্রচুর৷ আবার বেশি রাতের দিকে অনেক সময় মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত যাওয়ার কোনও যানবাহনও পাওয়া যায় না বলে অভিযোগ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New rail connection to Swarupnagar: শিয়ালদহ- বনগাঁ শাখায় এবার নতুন লাইন? স্বরূপনগরকে রেলপথে জোড়ার উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল