কুর্মিদের তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবিতে চার দিন ধরে পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল লাইনের উপরে বসে পড়ে আন্দোলন শুরু করেছেন কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা৷ যার ফলে দক্ষিণ-পূর্ব রেলের অন্তর্গত খড়্গপুর- টাটা শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত৷ আজও সবমিলিয়য়ে কুড়িটি ট্রেন বাতিল করতে হয়েছে৷
advertisement
হাওড়া থেকে মুম্বাই মেল, গীতাঞ্জলী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনও বাতিল করতে হয়েছে৷ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে চলাচলকারী অন্যান্য রাজ্যের বহু ট্রেনও হয় বাতিল করতে হয়েছে, নাহলে সেগুলি ঘুরপথে চালাতে হচ্ছে৷ বহু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করতে হয়েছে৷
অন্যদিকে জাতীয় সড়কেও অবরুদ্ধ করা হয়েছে৷ পশ্চিম মেদিনীপুরের লোধাশুলিতে পাথর ফেলে আটকে দেওয়া হয়েছে জাতীয় সড়ক৷ খেমাশুলিতেও রেল-সড়ক শুধুমাত্র অ্যাম্বুল্যান্স ছাড়া কোনও যানবাহন যেতে দেওয়া হচ্ছে না৷ ৬ নম্বর জাতীয় সড়কের উপরে অবরোধের জেরে আটকে পড়েছে হাজার হাজার ট্রাক৷ এ রাজ্য থেকে ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্রের মধ্যে পণ্য বহনকারী হাজার হাজার ট্রাক গত চারদিন ধরে জাতীয় সড়কের উপরে আটকে রয়েছে৷ চরম সমস্যার মধ্যে পড়েছেন ট্রাকের চালক এবং খালাসিরা৷ খোলা রাস্তার উপরেই দিন কাটছে তাঁদের৷
আরও পড়ুন: আন্দোলনে কর্মীরা, আজও অনিয়মিত সরকারি বাস, দুর্ভোগে যাত্রীরা
পশ্চিম মেদিনীপুরে ৬ নম্বর জাতীয় সড়কের উপরে একদিকে খেমাশুলি থেকে কলাইকুণ্ডা, অন্যদিকে চৌরঙ্গি থেকে ডেবরা পর্যন্ত কিলোমিটারের পর কিলোমিটার রাস্তার উপরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক৷ ট্রাক চালকদের অভিযোগ, তিরিশ- চল্লিশ টাকা দিয়ে এক বালতি জল কিনতে হচ্ছে তাঁদের৷ মিলছে না খাবার৷ প্রশাসনের তরফেও কোনও রকম সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ ট্রাক চালকদের৷ অবরোধে আটকে রয়েছে দূরপাল্লার অনেক বাসও৷
অবরোধের জেরে হাওড়া থেকেও পুরুলিয়া এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন দেরিতে চলছে৷ মুম্বাই মেল, গীতাঞ্জলী এক্লপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করতে হয়েছে৷ ফলে হাওডাতেও আটকে আছেন বহু যাত্রী৷ সবমিলিয়ে চার দিনের অবরোধে ভোগান্তি চরমে৷
সহ প্রতিবেদন: রাজু সিং, ঝাড়গ্রাম