আরও পড়ুন: প্রচারে বিরতি নিয়ে রাজবাড়ির পুজোয় ‘রানি মা’
ইতিমধ্যেই আমঘাটা পর্যন্ত রেললাইন ন্যারোগেজ থেকে ব্রডগেজ রূপান্তরিত হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে চলার অপেক্ষায় সেই ট্রেন। পরবর্তী নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত ট্রেন চালুর দাবি নিয়েই এদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করে নবদ্বীপ ঘাট রেলস্টেশন বাঁচাও কমিটি।
উল্লেখ্য প্রায় ১৪ বছর আগে শেষবারের মত ট্রেন চলেছিল নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর পর্যন্ত। সেটা ছিল ন্যারোগেজ ট্রেন। ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ব্রিটিশ আমলে চালু হওয়া এই ন্যারোগেজ অর্থাৎ ছোট ট্রেনের পরিষেবা। বেশ কিছু টালবাহানার পরে প্রায় ১৪ বছর পর ওই রুটে ফের ট্রেন চলাচলের জন্য ব্যবস্থা করা হয় ব্রডগেজ লাইনের। তবে আপাতত শুধু আমঘাটা স্টেশন পর্যন্তই চালু করা হবে। ইতিমধ্যে সেই লাইনে পরীক্ষামূলক ট্রেন চালানো সম্পন্ন হয়েছে। আর এতেই হবে ক্ষুব্ধ স্বরূপগঞ্জ ঘাট এলাকার মানুষজনেরা। তাঁরা চান আমঘাটা থেকে লাইন টেনে এনে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা চালু হোক।
advertisement
মৈনাক দেবনাথ