খড়দহের রেলগেট পারাপারে রেল পারাপারকারী যাত্রীদের অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রত্যেকদিন অফিস টাইমে সকালের ব্যস্ত সময় ৪০ থেকে ৪৫ মিনিটের উপরে রেলগেট বন্ধ থাকছে।
যার ফলে নিত্যদিনের কাজে যাওয়া, স্কুল কলেজে যাওয়া মানুষজনের পূর্বপাড় থেকে পশ্চিম পাড়ে আসতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। দীর্ঘ সময় বাইক থেকে শুরু করে ছোট গাড়ি, রিক্সা , টোটো বড় গাড়িতে স্টেশন রোড দিয়ে পায়ে হাঁটাও কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের কাছে।
advertisement
এই দীর্ঘ জ্যামে বহু ক্ষেত্রেই রেললাইন পারাপারকারী মানুষজন যেমন তাদের কাজের জায়গায় টাইম মতো পৌঁছাতে পারছে না, তেমনি রেলযাত্রীরা ঠিক সময় স্টেশনে পৌঁছাতে না পেরে তাদের অফিস ও অন্যান্য জরুরী কাজে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছে । এইসবের মিশেলে আজ দীর্ঘ সময় কোনও গাড়ি না থাকলেও রেল গেট ফেলে রাখায় বেশ ক্ষুদ্ধ হয়ে ওঠে রেল পারাপারকারী মানুষজন। তারা তীব্র বিক্ষোভ দেখায় রেলের কেবিন গেটের সামনে।