TRENDING:

Local train: নৈহাটি- রানাঘাট শাখায় বাতিল হচ্ছে না কোনও লোকাল, কাজ স্থগিত রাখল রেল

Last Updated:

২০ থেকে ২৪ তারিখের মধ্যে ৪ জোড়া এক্সপ্রেস এবং দূরপাল্লার ট্রেনও বাতিলের কথা জানানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নৈহাটি এবং রানাঘাটের মধ্যে তৃতীয় লাইনের কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখছে রেল৷ ফলে ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছিল, সেগুলি নির্দিষ্ট সময় অনুযায়ীই চলবে৷ পরে এই কাজ করা হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এর আগে রেল জানিয়েছিল, নৈহাটি-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজের জন্য ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে বাতিল করা হবে বেশ কিছু ট্রেন। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই শাখায় চলা মোট ২২২টি লোকাল ট্রেনের মধ্যে বাতিল হবে ২৫ জোড়া ট্রেন। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ তারিখের মধ্যে ২১ জোড়া লোকাল ট্রেন বাতিলের কথা জানানো হয়েছিল।

advertisement

আরও পড়ুন: ছবিতে ভারতেরই এক রেল-স্টেশনের নাম, উচ্চারণ করুন দেখি, রইল চ্যালেঞ্জ

২০ থেকে ২৪ তারিখের মধ্যে ৪ জোড়া এক্সপ্রেস এবং দূরপাল্লার ট্রেনও বাতিলের কথা জানানো হয়। আসানসোল ইন্টারসিটি, সিউড়ি মেমু, জঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং মা তারা এক্সপ্রেস বাতিলের কথা জানানো হয়। ৬ জোড়া এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের কথাও বলা হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ব্যস্ত এই শাখায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণার ফলে ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছিল৷ আপাতত সেই হয়রানি থেকে মুক্তি পেলেন যাত্রীরা৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local train: নৈহাটি- রানাঘাট শাখায় বাতিল হচ্ছে না কোনও লোকাল, কাজ স্থগিত রাখল রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল