এর আগে রেল জানিয়েছিল, নৈহাটি-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজের জন্য ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে বাতিল করা হবে বেশ কিছু ট্রেন। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই শাখায় চলা মোট ২২২টি লোকাল ট্রেনের মধ্যে বাতিল হবে ২৫ জোড়া ট্রেন। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ তারিখের মধ্যে ২১ জোড়া লোকাল ট্রেন বাতিলের কথা জানানো হয়েছিল।
advertisement
আরও পড়ুন: ছবিতে ভারতেরই এক রেল-স্টেশনের নাম, উচ্চারণ করুন দেখি, রইল চ্যালেঞ্জ
২০ থেকে ২৪ তারিখের মধ্যে ৪ জোড়া এক্সপ্রেস এবং দূরপাল্লার ট্রেনও বাতিলের কথা জানানো হয়। আসানসোল ইন্টারসিটি, সিউড়ি মেমু, জঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং মা তারা এক্সপ্রেস বাতিলের কথা জানানো হয়। ৬ জোড়া এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের কথাও বলা হয়েছিল।
ব্যস্ত এই শাখায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণার ফলে ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছিল৷ আপাতত সেই হয়রানি থেকে মুক্তি পেলেন যাত্রীরা৷