TRENDING:

Rail Accident: ভয়াবহ ঘটনা পুরুলিয়ায়! বড়সড় দুর্ঘটনার কবলে নীলাচল এক্সপ্রেস, রক্তে ভাসল চারিদিক

Last Updated:

Rail Accident: বড়সড় দুর্ঘটনার কবলে নীলাচল এক্সপ্রেস, জানুন বিস্তারিত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : অল্পের জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নীলাচল এক্সপ্রেস। চলন্ত অবস্থায় ট্রেনের ওভার হেড তার ছিঁড়ে বিপত্তি। সুইসা স্টেশনের অদূরে নীলচল এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি -পুরী নীলাচল এক্সপ্রেস এদিন সকালে দিল্লি থেকে পুরীগামী ওই ট্রেন রাঁচি দিক থেকে টাটার দিকে যাচ্ছিল। সেই সময় রাঁচি রেল শাখার অন্তর্গত পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসা রেল স্টেশনে ট্রেনটি পার হতেই চলন্ত ট্রেনের হঠাৎ ইঞ্জিনের পেন্টোগ্রাফ ভেঙে ওভার হেডের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে।
advertisement

এই অবস্থায় ওই ট্রেনে থাকা দুই রেল যাত্রী ছেঁড়া তার থেকে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রক্তাক্ত হন তাঁরা। গোটা ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তাদের উদ্ধার করে জিআরপি, আরপিএফ, সুইসা ফাঁড়ির পুলিশ ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ওভার হেড তার ছিঁড়ে পড়ায় ওই রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে।

advertisement

আরও পড়ুন: টাকা কিন্তু টাকা নয়! ভোটের আগের রাতে বসিরহাটের আবাসনে ভয়ঙ্কর কাণ্ড! ভিন রাজ্য থেকে কারা এলেন?

এ বিষয়ে স্থানীয় এলাকার মানুষরা বলেন , তারা হঠাৎই বিকট শব্দ পেয়ে ছুটে আসেন। এসে দেখেন সবকিছু এভাবে লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। দুজন যাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ‌এরপর তারা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ‌এই ঘটনার জন্য তারা রেলের গাফিলতিকে দায় করছেন।

advertisement

View More

এই দুর্ঘটনার জেরে আপাতত ট্রেন চলাচল স্থগিত রয়েছে।‌ ঘটনাকে ঘিরে রীতিমত আতঙ্কের মধ্যে রয়েছে ট্রেনের অন্যান্য যাত্রীরা। আহত যাত্রীদের চিকিৎসা চলছে। এইদিন যুদ্ধকালীন তৎপরতায় রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজের পাশাপাশি ওভার হেড তার সারাই কাজ শুরু করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

—– শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail Accident: ভয়াবহ ঘটনা পুরুলিয়ায়! বড়সড় দুর্ঘটনার কবলে নীলাচল এক্সপ্রেস, রক্তে ভাসল চারিদিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল