এই অবস্থায় ওই ট্রেনে থাকা দুই রেল যাত্রী ছেঁড়া তার থেকে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রক্তাক্ত হন তাঁরা। গোটা ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তাদের উদ্ধার করে জিআরপি, আরপিএফ, সুইসা ফাঁড়ির পুলিশ ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ওভার হেড তার ছিঁড়ে পড়ায় ওই রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে।
advertisement
আরও পড়ুন: টাকা কিন্তু টাকা নয়! ভোটের আগের রাতে বসিরহাটের আবাসনে ভয়ঙ্কর কাণ্ড! ভিন রাজ্য থেকে কারা এলেন?
এ বিষয়ে স্থানীয় এলাকার মানুষরা বলেন , তারা হঠাৎই বিকট শব্দ পেয়ে ছুটে আসেন। এসে দেখেন সবকিছু এভাবে লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। দুজন যাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর তারা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার জন্য তারা রেলের গাফিলতিকে দায় করছেন।
এই দুর্ঘটনার জেরে আপাতত ট্রেন চলাচল স্থগিত রয়েছে। ঘটনাকে ঘিরে রীতিমত আতঙ্কের মধ্যে রয়েছে ট্রেনের অন্যান্য যাত্রীরা। আহত যাত্রীদের চিকিৎসা চলছে। এইদিন যুদ্ধকালীন তৎপরতায় রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজের পাশাপাশি ওভার হেড তার সারাই কাজ শুরু করেছে।
—– শমিষ্ঠা ব্যানার্জি