TRENDING:

প্রতিদিনের মত পায়রা উড়িয়ে দিতে গিয়ে 'চরম সর্বনাশ' হল স্কুল পড়ুয়ার সঙ্গে! রায়দিঘিতে প্রাণ গেল কিশোরের

Last Updated:

South 24 Parganas News : কিশোরের পায়রা ওড়ানোর নেশা ছিল প্রবল। বিভিন্ন বাজার ঘুরে পায়রাও কিনত সে। বিভিন্ন প্রজাতির পায়রার ঘরে কালেকশান ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পায়রা উড়িয়ে দিতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম রণদীপ কয়াল‌(১৫)। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গিয়েছে, রণদীপের পায়রা ওড়ানোর নেশা ছিল। বাড়িতে পায়রাও পুষত সে। কিন্তু স্কুলে না গিয়ে ওই বালক ছাদে কী করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
রায়দিঘি থানা
রায়দিঘি থানা
advertisement

মৃত বালকের বাড়ি কুমড়াপাড়া অঞ্চলের পাঁচপুকুর মুন্ডা পাড়া এলাকায়। ছাদ থেকে পড়ে যাওয়ার পর ওই কিশোরকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ। বর্তমানে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রায়দিঘি থানায় নিয়ে আসে।

আরও পড়ুন :তীব্র স্রোতে মহানন্দায় নৌকডুবি, প্রাণ গেল মহিলার! ‘কনকনে ঠাণ্ডা’ জলে সাঁতার, কোনওমতে বেঁচে ফিরলেন তিনজন

advertisement

পরে দেহটি ময়নাতদন্ত করার জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় তারা। এদিকে মৃত রণদীপ কয়াল খুব মেধাবী ছাত্র ছিল বলে জানিয়েছে পরিবারের লোকজন। ওই বালক স্থানীয় দেলোয়ার হোসেন স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। এই ঘটনা শোনার পর স্কুলের ছাত্র-ছাত্রীরাও কান্নায় ভেঙে পড়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সামান্য উপকরণ দিয়ে দারুণ ব্যবসা, জলপাইগুড়ির মহিলাদের তৈরি বড়ি চলে যাচ্ছে বিদেশ! আয় অনেক
আরও দেখুন

বাড়ির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে মৃত কিশোরের পায়রা ওড়ানোর নেশা ছিল প্রবল। বিভিন্ন বাজার ঘুরে পায়রাও কিনত সে। বিভিন্ন প্রজাতির পায়রার ঘরে কালেকশান ছিল। এই পায়রা বিকেল হলেই উড়িয়ে দিত সে। তবে এদিন সকাল থেকেই সেই কাজ শুরু করে দেয় সে। সেই পায়রা নামানোর সময় এই দুর্ঘটনা হয়েছে বলে খবর। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিদিনের মত পায়রা উড়িয়ে দিতে গিয়ে 'চরম সর্বনাশ' হল স্কুল পড়ুয়ার সঙ্গে! রায়দিঘিতে প্রাণ গেল কিশোরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল