TRENDING:

Raghu Dakat: পুজোর ছবি 'রঘু ডাকাত'! ইধিকা, অনির্বাণকে সঙ্গে নিয়ে মালদহে মেগাস্টার দেব, উৎসবের আমেজে গা ভাসালেন মন্ত্রী, বিধায়করাও

Last Updated:

Raghu Dakat: মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে সকাল থেকেই সিনেমার নায়ক, নায়িকা-সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের চাক্ষুষ দর্শন নিতে অপেক্ষা করছিলেন প্রচুর দেব ভক্ত। হাজির ছিলেন জেলার মন্ত্রী, বিধায়করাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, সেবক দেবশর্মা, লিপেশ লালা: আর অপেক্ষা মাত্র কিছু দিনের। ‘ধূমকেতু’র অসাধারণ সাফল্যের পর এবার আসছে দেবের ‘রঘু ডাকাত’। ছবির প্রচার নিয়ে বেজায় ব্যস্ত দেব। শনিবার ছবির টিম হাজির হল মালদহে। একেবারে উৎসবের আমেজে হল রঘু ডাকাতের প্রচার। অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই মেগাস্টার দেবের আগমনে মালদহের রোদ ঝলমলে দিন হয়ে উঠল তারকা সজ্জিত।
রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব, ইধিকা, অনির্বাণরা
রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব, ইধিকা, অনির্বাণরা
advertisement

আরও পড়ুনঃ মণ্ডপ সজ্জায় নারী নির্যাতনের জোরালো প্রতিবাদ! বাজবে গায়ে কাঁটা দেওয়া আবহ সঙ্গীত, শিউরে ওঠা পুজোর থিম ‘এই’ ক্লাবে

রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব, ইধিকা

advertisement

পুজোর ছবির ‘রঘু ডাকাত’এর প্রমোশনে মালদহে টিম নিয়ে হাজির হলেন অভিনেতা দেব। সঙ্গী সিনেমার অন্যান্য কলাকুশলীরা। মালদহের বৃন্দাবনী ময়দানে এদিন সিনেমার প্রথম প্রমোশন পর্ব অনুষ্ঠিত হল। কলকাতার বাইরে মালদহে এভাবে কোনও সিনেমার প্রমোশনের ঘটনা এই প্রথম। তারকাদের দেখতে ময়দানে ভিড় জমান প্রচুর মানুষ। দর্শকদের সঙ্গে কখনও হাত মেলাতে, কখনও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অভিনেতা দেবকে। একইসঙ্গে সিনেমার গানে নাচতে ও গাইতেও দেখা যায় নায়ক নায়িকাদের।

advertisement

রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব

আরও পড়ুনঃ ২ টাকা থেকে ৭৫ পয়সায় ঠেকেছে দাম! বাজারে চরম মন্দা, পান চাষের বিদায় ঘন্টা বাজল বলে

মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে সকাল থেকেই সিনেমার নায়ক, নায়িকা-সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের চাক্ষুষ দর্শন নিতে অপেক্ষা করছিলেন প্রচুর দেব ভক্ত। হাজির ছিলেন জেলার মন্ত্রী, বিধায়ক-সহ বহু বিশিষ্ট মানুষও। দুপুর একটা নাগাদ বিশেষ ভ্যানে মালদহের বৃন্দাবনী ময়দানে এসে পৌঁছয় টিম রঘু ডাকাত। এরপর থেকে মাঠ জুড়ে শুধুই উচ্ছ্বাস আর উন্মাদনা। কান ফাটানো উল্লাস ভক্ত সমুদ্রের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raghu Dakat: পুজোর ছবি 'রঘু ডাকাত'! ইধিকা, অনির্বাণকে সঙ্গে নিয়ে মালদহে মেগাস্টার দেব, উৎসবের আমেজে গা ভাসালেন মন্ত্রী, বিধায়করাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল