রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব, ইধিকা
advertisement
পুজোর ছবির ‘রঘু ডাকাত’এর প্রমোশনে মালদহে টিম নিয়ে হাজির হলেন অভিনেতা দেব। সঙ্গী সিনেমার অন্যান্য কলাকুশলীরা। মালদহের বৃন্দাবনী ময়দানে এদিন সিনেমার প্রথম প্রমোশন পর্ব অনুষ্ঠিত হল। কলকাতার বাইরে মালদহে এভাবে কোনও সিনেমার প্রমোশনের ঘটনা এই প্রথম। তারকাদের দেখতে ময়দানে ভিড় জমান প্রচুর মানুষ। দর্শকদের সঙ্গে কখনও হাত মেলাতে, কখনও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অভিনেতা দেবকে। একইসঙ্গে সিনেমার গানে নাচতে ও গাইতেও দেখা যায় নায়ক নায়িকাদের।
রঘু ডাকাতের প্রচারে মালদহে দেব
আরও পড়ুনঃ ২ টাকা থেকে ৭৫ পয়সায় ঠেকেছে দাম! বাজারে চরম মন্দা, পান চাষের বিদায় ঘন্টা বাজল বলে
মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে সকাল থেকেই সিনেমার নায়ক, নায়িকা-সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের চাক্ষুষ দর্শন নিতে অপেক্ষা করছিলেন প্রচুর দেব ভক্ত। হাজির ছিলেন জেলার মন্ত্রী, বিধায়ক-সহ বহু বিশিষ্ট মানুষও। দুপুর একটা নাগাদ বিশেষ ভ্যানে মালদহের বৃন্দাবনী ময়দানে এসে পৌঁছয় টিম রঘু ডাকাত। এরপর থেকে মাঠ জুড়ে শুধুই উচ্ছ্বাস আর উন্মাদনা। কান ফাটানো উল্লাস ভক্ত সমুদ্রের।