জুনিয়র ছাত্রদের অভিযোগ, বহরমপুর ধোপগাঠির কাছে বহরমপুর কলেজের যে সম্প্রীতি বয়েজ হোস্টেল রয়েছে সেখানে সিনিয়র ছাত্ররা জুনিয়রদের পোশাক পরিস্কার করতে বলতো, ভাত নিয়ে আসা থেকে শুরু করে বিভিন্ন কাজ করানো হত জুনিয়র ছাত্রদের। বিষয়টি নিয়ে অভিযোগ করা হয় ইউজিসির কাছে। ইউজিসির কাছে সেই অভিযোগ পেয়ে তড়িঘড়ি বৈঠকে বসে বহরমপুর কলেজ কর্তৃপক্ষ। ওই কলেজের প্রিন্সিপাল শান্তনু ভাদুড়ী বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযোগকারী এবং অভিযুক্তদের আন্টি র্যাগিং কমিটির সামনে হাজির কড়ানো হয়েছিল।
advertisement
ঘন্টা কয়েক ধরে তাদের কথা শোনা হয়েছে। তারপর এন্টি র্যাগিং কমিটি ওই পাঁচ ছাত্রকে হোস্টেল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে। ওই সুপারিশ অনুযায়ী অভিযুক্ত পাঁচ ছাত্রকে বহরমপুরের হোস্টেল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তারা কলেজে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে।
Pranab Rakibul