জানা গিয়েছে, কলকাতা স্টেশন থেকে রবিবার সন্ধ্যায় রওনা দিয়ে উত্তর দিনাজপুরের রাধিকাপুর যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি৷ রাত ১.২৫ মিনিটে ফরাক্কার বল্লালপুরের ব্রিজের নীচে রেল লাইনের উপরে একটি বালি বোঝাই লরি আচমকাই ট্রেনটির সামনে চলে আসে৷ ট্রেন থামাতে জরুরি ব্রেক কষেন চালক৷ তাসত্ত্বেও লরিটিকে গিয়ে ধাক্কা মারে ট্রেনের ইঞ্জিন৷ সংঘর্ষের জেরে সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন লেগে যায়৷ লাইন থেকে নেমে যায় ইঞ্জিনের চারটি চাকা৷
advertisement
আরও পড়ুন: তিন রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতার অনেক উপরে পদ্ম, গণনা শেষে কী দাঁড়াল চূড়ান্ত ফল?
এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে৷ বেশ কয়েকটি ট্রেন বাতিল করার পাশাপাশি অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ ডাউন মালদহ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, আপ নবদ্বীপ ধাম মালদহ টাউন এক্সপ্রেস রামপুরহাট, গুমানি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ আজিমগঞ্জ জংশন- বারহারওয়া জংশন স্পেশ্যাল প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল করা হয়েছে৷ কাটওয়া- আজিমগঞ্জ স্পেশ্যাল ট্রেনটি আজিমগঞ্জ জংশন পর্যন্ত যাবে৷
ট্রেনের পাঁচটি বগি বিচ্ছিন্ন করে আটকে পড়া রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীদের ফরাক্কা স্টেশনে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকেই পাঁচটি বগি নিয়ে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দেয় বিশেষ ট্রেন৷ বেলাইন হওয়া ইঞ্জিনটিকে লাইনে তোলার চেষ্টা চলছে৷
জানা যায়, রেলের ট্র্যাক থেকে ইঞ্জিনের চাকা রেল নেমে যাওয়ার কারণে স্ল্যাব ভাঙতে থাকে। যে কারণে মেরামতি না করে ওই লাইন দিয়ে আর ট্রেন চালানো যাবে না৷
কৌশিক অধিকারী