অন্যদিকে সকাল থেকে চলছে হরিনাম সংকীর্তন, যেখানে মাতোয়ারা হাজার হাজার ভক্তবৃন্দ থেকে শুরু করে বিদেশিনিরা। তবে সকালে চিরাচরিত নিয়ম মেনে অভিষেক করা হয় রাধা কৃষ্ণের মূর্তিকে, এরপর আরতি করা হয়। সেখানেও হাজার হাজার ভক্তবিন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: দোকানের মতো মুচমুচে আলুভাজা বাড়িতে বানান! সহজ পদ্ধতিতে ঘরেই বানান ফ্রেঞ্চ ফ্রাইস
advertisement
আজ রাধা অষ্টমী উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, “প্রত্যেক বছরই রাধাষ্টমী তিথি উপলক্ষে সারা ভারতবর্ষের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়। শুধু রাধা অষ্টমী নয়, সারা বছরই বিভিন্ন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের জমায়েত হয় মায়াপুর ইসকন মন্দিরে। তবে মায়াপুর ইসকন মন্দিরে শুধু রাধা কৃষ্ণের যুগল মূর্তি নয়, রয়েছে অসংখ্য দেখার জিনিস। যেমন চোখ ফেরালে দেখা যাবে গোশালা, বিকেল হতেই শুরু হয় হাতির প্রদর্শন, যা দেখার জন্য অপেক্ষায় থাকে দর্শনার্থীরা।” সব মিলিয়ে আজ রাধা অষ্টমীর তিথি উপলক্ষে জমজমাট মায়াপুর ইসকন মন্দির।
Mainak Debnath