আসানসোল রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব এবার ৭২ তম বর্ষে পদার্পণ করেছে। এবার তাঁদের ভাবনা ‘সৃজন’, যা প্রকৃতির সৃষ্টি। প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটে এই পুজো মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে সমগ্র মণ্ডপ সাজানো হয়েছে।
আরও পড়ুনঃ মণ্ডপে ঢুকলে যেন ফিরে যাবেন আদিম যুগে! বাঁকুড়ার মণ্ডপে জ্বলজ্বল করছে একটুকরো ইতিহাস! বাড়ি বসেই দেখুন
advertisement
দর্শনার্থীরা প্যান্ডেলে প্রবেশ করলেই চোখধাঁধানো হাতের কাজ দেখতে পাবেন। মেদিনীপুর থেকে সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস দিয়ে এই মণ্ডপ সাজানো হয়েছে। বাহারি আলোকসজ্জা দিয়ে সুন্দর কারুকার্যের মাধ্যমে তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
সমগ্র মণ্ডপ তৈরি করতে খেজুর ছাল, তালপাতা, নারকেল খোলা, নারকেলের ছোবড়া, কাঠগুঁড়ি, আমড়া আঁটি, পাম ফল, বেল খোলা, গাছের ছাল, খেজুর পাতা ব্যবহার করা হয়েছে। প্রায় ২৭টি ফেলে দেওয়া উপকরণ দিয়ে এই প্যান্ডেল ফুটিয়ে তোলা হয়েছে। ডাকের সাজে সাজানো প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। আসানসোল, দুর্গাপুর সহ জেলার বাইরে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান থেকেও দর্শনার্থীরা এই পুজো মণ্ডপে ভিড় করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের সেক্রেটারি ষষ্ঠী মন্ডল বলেন, ”আমরা প্রত্যেক বছরই নিত্যনতুন থিমের ভাবনা দিয়ে সমগ্র মণ্ডপ সাজিয়ে তোলার চেষ্টা করি। এবারও এই থিম সকলের নজর কেড়েছে, বহু দর্শনার্থীর ভিড় শুরু হয়েছে।”