TRENDING:

Rachana Banerjee: পুজোর উদ্বোধনে গিয়ে টাকা নেন? বিতর্ক উঠতেই মুখ খুললেন রচনা! জানিয়ে দিলেন 'আসল' ঘটনা

Last Updated:

Rachana Banerjee: অভিযোগ পুরোপুরিভাবে নস্যাৎ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। জানালেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী বললেন রচনা?
কী বললেন রচনা?
advertisement

সোমনাথ ঘোষ, হুগলি: তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পুজোর সময় বহু পুজোর উদ্বোধনে যান। এখন তিনি হুগলির সাংসদহুগলির বহু পুজোতে উদ্বোধনে তাকে দেখা যায়। সম্প্রতি অভিযোগ উঠেছিল এবং সমাজ মাধ্যমে প্রচারিত হয়েছিল, হুগলির যে কোনও পুজো প্যান্ডেলে উপস্থিতির জন্য রচনা বন্দ্যোপাধ্যায় টাকা নেন। অথবা অর্থের বিনিময় পুজো উদ্বোধনে যান।

advertisement

এই অভিযোগ পুরোপুরিভাবে নস্যাৎ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। জানালেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। যে সকল হুগলিবাসী তাকে আমন্ত্রণপত্র পাঠিয়ে জোর উদ্বোধনে আসতে বলেন, তিনি সকলের কাছে এমনি উপস্থিত হন। এতে টাকা-পয়সার কোন লেনদেন থাকে না বলে দাবি তৃণমূল সাংসদের

advertisement

আরও পড়ুন: একটা ছোট্ট ভুল হয়েছিল, জমা জলে মানুষের জন্য কাজ করতে নেমে প্রাণ গেল ভিআরপি কর্মীর! শাসনে যা ঘটল, শিউরে উঠবেন শুনে

ফেসবুক পোস্ট করে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুজোয় তাঁর সংসদ এলাকায় যারা তাঁকে আমন্ত্রিত করেছেন, সেই পুজোর উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন। আগামী ২৫ ও ২৬ তারিখ তিনি তাদের জন্য সময় দেবেন। এর সঙ্গে তিনি হুগলির মানুষের উদ্দেশ্যে বলেন, একটা খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে, তাঁকে অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়কে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে টাকা দিতে হয়। এই কথা সর্বৈব মিথ্যা। কেউ যদি তাঁর নাম করে টাকা চায়, তাহলে তার দেওয়া ফোন নম্বরে সরাসরি জানাতেও আবেদন করেন তিনি। সুগন্ধায় তার যে অফিস রয়েছে, সেখানে গিয়েও অভিযোগ জানানো যেতে পারে বলে জানান।

advertisement

হুগলির সাংসদ নির্বাচিত হওয়ার পর রচনা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছেতিনি কম সময়ে তার সংসদ এলাকায় দিতে পারেন তার কারণ হিসেবে কয়েকদিন আগে বলেছিলেন,দিদি নম্বর ওয়ান-এর শুটিং, সংসদে অধিবেশন চললে তিনি তার সংসদ এলাকায় অর্থাহুগলিতে উপস্থিত থাকতে পারেন নাতবে চেষ্টা করেন বিভিন্ন আমন্ত্রণে সারা দিতেযে সব অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় সেখানে যেতে সাংসদ টাকা দাবি করেন বলে গুঞ্জন শোনা যায়কিন্তু সরাসরি কেউ কোনও দিন এই বিষয়ে প্রকাশ্যে বা সমাজ মাধ্যমে বলেছে বলে জানা যায়নি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Banerjee: পুজোর উদ্বোধনে গিয়ে টাকা নেন? বিতর্ক উঠতেই মুখ খুললেন রচনা! জানিয়ে দিলেন 'আসল' ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল