আরও পড়ুন: পূর্ব বর্ধমানে তৈরি এই ঢাক পাড়ি দিয়েছে বিদেশেও, দেখুন
এই গ্রামের সবথেকে প্রবীন ব্যক্তি রীবন্দ্রনাথ হালদার। তাঁর কাছ থেকেই কাজ শিখেছেন অনেকেই। সেজন্য তিনি এই গ্রামের সম্মানীয় ব্যক্তি। তবে তিনি একচোখে দেখতে পান না। সেই প্রতিবন্ধকতা সরিয়ে নিজের জেদের বশেই মন্দিরবাজারে এখনও ৮১ বছর বয়সে প্রতিমার সাজসজ্জা তৈরি করেন।
advertisement
বাঁ-চোখ ছোটবেলাতেই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্ত ডান চোখে ভরসা করে শোলা দিয়ে দেবীমূর্তি, গয়না, দেবীর সাজসজ্জা তৈরির কাজ করেন তিনি। তাঁর তৈরি শোলার গয়না, সাজসজ্জা এবার যাবে মুম্বাই, দিল্লি, ইন্দোরের মত বড় বড় শহরে। জীবনের শেষ প্রান্তে এসে এই সাফল্য মেলায় খুশি তিনি। সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে শোলা শিল্পকে যে একটি যায়গায় নিয়ে যাওয়া যায় তা শেষ বয়সে এসে দেখিয়ে দেলেন মন্দিরেবাজারের মহেশপুরের রবীন্দ্রনাথ হালদার। তিনিও অনুপ্রেরণা হয়ে থাকলেন অনেকের।
নবাব মল্লিক