TRENDING:

Raas Ustav 2025: ৫০ হাজার টাকার নগদ পুরস্কার! নবদ্বীপে রাস উৎসবকে ঘিরে রিলস প্রতিযোগিতা, জানুন কীভাবে অংশ নেবেন

Last Updated:

Raas Ustav 2025: কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হল ছবি ও রিলস বানানোর প্রতিযোগিতা নবদ্বীপ রাস উৎসবকে ঘিরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: তরুণ প্রজন্ম বর্তমানে সোশ্যাল মিডিয়াতেই মজেছে। সোশ্যাল মিডিয়াকেই অনেকেই ইনকামের অন্যতম পথ হিসেবে বেছে নিচ্ছেন। মোটা মাইনের চাকরি ছেড়েও অনেকে ভিডিও ব্লগ কিম্বা রিলস বানিয়ে খ্যাতি ও মুনাফা সমান্তরালে অর্জন করছেন। আর সেই দিকেই বর্তমানে হাঁটছে তরুণ প্রজন্ম। অনেকেরই সুপ্ত বাসনা থাকে সোশ্যাল মিডিয়াতে রিলস অথবা ছবি পোস্ট করার। কেউ উৎসাহ পেয়ে করেন আবার অনেকে মাঝপথেই হাল ছেড়ে দেন।
অংশগ্রহণ করুন প্রতিযোগিতায় এবং পান নগদ উপহার
অংশগ্রহণ করুন প্রতিযোগিতায় এবং পান নগদ উপহার
advertisement

তবে এবার তরুণ প্রজন্মকে আরও একটু ত্বরান্বিত করতে এগিয়ে এল কৃষ্ণনগর জেলা পুলিশ। কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হল নবদ্বীপ রাসশ্রী ২০২৫। বিস্তারিতভাবে বলতে গেলে জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হল একটি ছবি ও রিলস বানানোর প্রতিযোগিতা নবদ্বীপ রাস উৎসবকে ঘিরে। প্রতিযোগিতায় বিজেতারা সর্বমোট পাবেন ৫০ হাজার টাকার নগদ পুরস্কার! এমনটাই জানা যাচ্ছে কৃষ্ণনগর জেলা পুলিশ সূত্র মারফত। তবে এই ৫০ হাজার টাকা ভাগ হবে দুই বিভাগের বেশ কিছু প্রতিযোগীর মধ্যে।

advertisement

আর পড়ুন: নবদ্বীপ রাস উৎসব ২০২৫: রাণি গৌরাঙ্গিনী মায়ের পুজো, মহাপ্রসাদ বিতরণ থেকে সন্ধ্যাআরতি—এক নজরে পুরো নির্ঘণ্ট

View More

সেরা ভিডিও

আরও দেখুন
হাতির হানার ভয়ে আগেই ধান কেটেছিলেন চাষিরা, কিন্তু বৃষ্টিতে সব শেষ!
আরও দেখুন

কৃষ্ণনগর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিযোগিতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি নবদ্বীপ রাস উৎসবকে ঘিরে রিলস বানানোর এবং অন্যটি শুধুমাত্র স্টিল ছবির। তবে একটি প্রতিযোগী দুটি বিভাগেই অংশ নিতে পারবেন। রিলস গুলি বানাতে হবে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে। কপিরাইট যুক্ত ছবি কিংবা পূর্ব ব্যবহৃত কোনও রকম ছবি ব্যবহার করা যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার কোনও সাহায্য নেওয়া যাবে না। নবদ্বীপের রাসের প্রতিমা মন্ডপ এবং শোভাযাত্রা সম্পর্কিত ছবি কিংবা রিলস পাঠাতে হবে। rashoshree2025@gmail.com এই মেল আইডিতেই ছবি কিংবা রিলস পাঠাতে হবে। আপলোড করার সময় নিজের নাম, বয়স, লিঙ্গ ও বিভাগ উল্লেখ করতে ভুলবেন না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Ustav 2025: ৫০ হাজার টাকার নগদ পুরস্কার! নবদ্বীপে রাস উৎসবকে ঘিরে রিলস প্রতিযোগিতা, জানুন কীভাবে অংশ নেবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল