তবে এবার তরুণ প্রজন্মকে আরও একটু ত্বরান্বিত করতে এগিয়ে এল কৃষ্ণনগর জেলা পুলিশ। কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হল নবদ্বীপ রাসশ্রী ২০২৫। বিস্তারিতভাবে বলতে গেলে জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হল একটি ছবি ও রিলস বানানোর প্রতিযোগিতা নবদ্বীপ রাস উৎসবকে ঘিরে। প্রতিযোগিতায় বিজেতারা সর্বমোট পাবেন ৫০ হাজার টাকার নগদ পুরস্কার! এমনটাই জানা যাচ্ছে কৃষ্ণনগর জেলা পুলিশ সূত্র মারফত। তবে এই ৫০ হাজার টাকা ভাগ হবে দুই বিভাগের বেশ কিছু প্রতিযোগীর মধ্যে।
advertisement
কৃষ্ণনগর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিযোগিতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি নবদ্বীপ রাস উৎসবকে ঘিরে রিলস বানানোর এবং অন্যটি শুধুমাত্র স্টিল ছবির। তবে একটি প্রতিযোগী দুটি বিভাগেই অংশ নিতে পারবেন। রিলস গুলি বানাতে হবে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে। কপিরাইট যুক্ত ছবি কিংবা পূর্ব ব্যবহৃত কোনও রকম ছবি ব্যবহার করা যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার কোনও সাহায্য নেওয়া যাবে না। নবদ্বীপের রাসের প্রতিমা মন্ডপ এবং শোভাযাত্রা সম্পর্কিত ছবি কিংবা রিলস পাঠাতে হবে। rashoshree2025@gmail.com এই মেল আইডিতেই ছবি কিংবা রিলস পাঠাতে হবে। আপলোড করার সময় নিজের নাম, বয়স, লিঙ্গ ও বিভাগ উল্লেখ করতে ভুলবেন না।






