আরও পড়ুনঃ ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা, কম্পন অনুভূত কলম্বিয়াতেও! কম্পনের মাত্রা ৬.২
প্রত্যেকেই দাবি করছেন যে তাঁদের হাতে পৌঁছায়নি কোনও রকম হার্ড কপি, বুধবার বিকেল চারটে চুয়াল্লিশ নাগাদ সমাজ মাধ্যমে একটি প্রাইভেট গ্রুপে, একটি পিডিএফ-এর মাধ্যমে দেওয়া হয় নোটিফিকেশন। বাঁকুড়া সদর পূর্ব চক্রের ১৬ জন সহকারি শিক্ষক এবং তিনজন শিক্ষককে জানানো হয় বৃহস্পতিবার ট্রেনিং এর সময়সূচী। এই ১৯ জন শিক্ষক এবং সহকারী শিক্ষককে, বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে জমা হতে বলা হয়। ট্রেনিং-এর ঠিক ১৪ থেকে ১৫ ঘণ্টা আগে জানানোতে বেশ অবাক তালিকাভুক্ত শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, “কোনও রকম হাতে চিঠি পাইনি। বৃহস্পতিবার ট্রেনিং, জানতে পারছি, তবে কোন সময়ে তার কোনও উল্লেখ নেই। জানানো হল বুধবার বিকেল চারটে নাগাদ। এছাড়াও ট্রেনিংয়ে কী নিয়ে যেতে হবে? কী করতে হবে কিছুই বলা নেই। এত হটকারিতার কারণ বুঝতে পারছি না।”
যদিও এই বিষয়ে বাঁকুড়া সদর মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হলে সেটা ব্যর্থ হয়। রবিবার থেকে শুরু হচ্ছে মহাষষ্ঠী, তার আগেই ভোটের ট্রেনিং চর্চার শীর্ষে উঠে আসছে বাঁকুড়া সদরে।