হাওড়া বাগনান থানার অন্তর্গত বীরকুলের বাসিন্দা কাত্তিক অধিকারী স্ত্রী সঙ্গীতা অধিকারী। শনিবার দুপুর দু’টো নাগাদ, প্রসব যন্ত্রনা নিয়ে বাগনান ১ নং বিডিও অফিস সংলগ্ন বাগনান সানফ্লাওয়ার হসপিটাল অ্যান্ড আই কেয়ারে ভর্তি হন। শুক্রবার ঠিক বিকেল ৪.৪৮ মিনিট নাগাদ প্রথম সন্তানের জন্ম দেন। দ্বিতীয় সন্তান ৪.৫১ মিনিটে, তৃতীয় সন্তান ৪.৫৫ মিনিটে এবং চতুর্থ সন্তানের ৪.৫৬ মিনিটে জন্ম হয়।
advertisement
শিশুদের ওজন ৫৩০ গ্রাম, ৫৯০ গ্রাম, ৬৩০ গ্রাম এবং ৭৫০ গ্রাম। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্তানেরা প্রি-ম্যাচিওর অর্থাৎ সময়ের আগে সাত মাসে জন্মগ্রহণ করেছে, যে কারণে আরও চিকিৎসার প্রয়োজন। ওই বেসরকারি হাসপাতাল থেকে তৎক্ষণাৎ কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে স্থানান্তরিত করা হয় চার শিশুকে।
বাগনানের হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসক ডাঃ অভিজিৎ মজুমদারের অধীনে জন্মগ্রহণ করে চার শিশু। মা সংগীতা অধিকার সুস্থ রয়েছেন। সঙ্গীতাকে শনিবার বাড়ি ছেড়ে দেওয়া হতে পারে। তবে মায়ের মন খারাপ শিশুদের কোলে না পেয়ে।
রাকেশ মাইতি