সেই সঙ্গে গঙ্গাসাগরে আগত প্রত্যেক পূণ্যার্থীর নিরাপত্তার জন্য মেগা কন্ট্রোল রুম থেকে গঙ্গাসাগর মেলার প্রতিটা পয়েন্টে সি সি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ২৪ ঘন্টাই চলছে এই নজরদারি। মোবাইলে কিউ আর কোড স্ক্যান করলেই জানা যাচ্ছে কাছাকাছি কি কি সরকারি পরিষেবা পাওয়া যাচ্ছে। পানীয় জল, আ্যম্বুল্যান্স সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার সূচনা এই কি আর কোড থেকেই পাওয়া যাচ্ছে।
advertisement
আরও পড়ুন – Shreyash Iyer: KKR অধিনায়ক নাকি ‘Bad Boy’, বিসিসিআই নাকি শাস্তি দিয়েছে, তোলপাড় শ্রেয়সকে নিয়ে
ফলে কাউকে আর এসব জিজ্ঞাসা করতে হচ্ছেনা। অপরদিকে শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে নয়, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যও ম্যনুয়ালি থাকছে একাধিক পরিষেবা। বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করা হয়েছে তাদের জন্য। সেই চিহ্ন অনুধাবন করে বোঝা যাবে সমস্ত কিছু্। ২০২৪ এর গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। মেলার শেষ পর্যন্ত যাতে কোনোভাবেই কোনওরকম অসুবিধা না হয়, সেজন্য এই পরিষেবা প্রদান করছে জেলা প্রশাসন।
Nawab Mullick