নাগরাকাটার বামনডাঙা চা বাগানের টন্ডু ডিভিশনে হঠাৎই দেখা মিলল ১৫ ফুট লম্বা অজগরের। চা বাগানের এক কোণে শ্রমিকেরা দেখতে পান আচমকাই একটি ছাগলকে শিকার করে গিলে ফেলছে সাপটি। আতঙ্কে শিউরে ওঠেন চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। অজগরটি ছাগলটিকে গিলে ফেলার পর বাগানের পাশে একটি ঘন ঝোপে গুটিয়ে বসে পড়ে। খবর যায় খুনিয়া রেঞ্জে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের একটি দল। বহু প্রচেস্টার পর বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
advertisement
আরও পড়ুন:রাকেশ শর্মার ৪১ বছর পরে… লখনউর রাস্তা থেকে মহাকাশের পথে শুভাংশু শুক্লা! জানেন ছেলেটা কে?
আরও পড়ুন:মহাকাশে গিয়ে ঠিক কী করবেন শুভাংশু শুক্লারা? উড়ানের পরেই ভারতীয় মহাকাশচারীর প্রথম বার্তা
স্থানীয়দের অনেকেই জানান, এমন ভয়ঙ্কর দৃশ্য কোনওদিনও দেখেননি তাঁরা। বিশালদেহী এই অজগরটি দেখতে ভিড় জমান বহু মানুষ। বনকর্মীরা জানিয়েছেন, সাপটি আপাতত নিরাপদে রয়েছে এবং নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই তাকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। পুরো ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। বনদফতর জানিয়েছে, বৃষ্টির মরসুমে এভাবে বন্যপ্রাণীদের লোকালয়ে চলে আসা অস্বাভাবিক নয়। তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এলাকাবাসীকে।