১০ দিনের এই শিবিরে মোট ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহিলাদের স্বর্নিভর করে তোলার লক্ষ্যেই এই আয়োজন।এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা বলেন , এই প্রশিক্ষণের ফলে তারা অনেকটাই উপকৃত হবেন। তাদের খুব ভালভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর থেকে তারা আগামী দিনে নতুন কিছু করতে পারবে।
advertisement
এ বিষয়ে অধ্যক্ষ ও বিজ্ঞানী ড: সমীরবরণ রায় বলেন, বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ও মহিলাদের বিকল্প রোজগারের রাস্তা করে দিতে এই প্রশিক্ষণের আয়োজন। সরকারিভাবে এই প্রশিক্ষণে ব্যবস্থা করা হয়। এতে অনেকেই উপকৃত হবেন।
দশ দিনের এই প্রশিক্ষণে জুটের বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী দিনে যাতে মহিলাদের রোজগারের পথ সুদৃঢ় হয় তার জন্যই এই প্রশিক্ষণ। প্রত্যন্ত গ্রাম্য এলাকার মহিলারা এর ফলে স্বনির্ভর হতে পারবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি