TRENDING:

Traditional Durga Puja : রাজা নেই, রাজত্ব নেই! তবু ঐতিহ্যের জৌলুসে আজও ঝলমল করছে হেঁশলা রাজবাড়ির দুর্গাপুজো

Last Updated:

Purulia Traditional Durga Puja : ডুমরাবুরু পাহাড়ের পাদদেশে অবস্থিত হেঁশলা রাজবাড়ি। দুর্গম পথ পেরিয়ে আসতে হয় এখানে। দীর্ঘ ১২০০ বছরেরও বেশি সময় ধরে এ রাজ বাড়িতে হয়ে আসছে দুর্গাপুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝালদা , পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : পাহাড়-জঙ্গলে ঘেরা প্রান্তিক একটি গ্রাম হল ঝালদার রাজা হেঁসলা।  ডুমরাবুরু পাহাড়ের পাদদেশে অবস্থিত হেঁশলা রাজবাড়ি। দুর্গম পথ পেরিয়ে আসতে হয় এখানে। মাঝেমধ্যেই এই রাজবাড়ির প্রাঙ্গণে পাহাড় থেকে নেমে আসে বন্যপ্রাণ। দীর্ঘ ১২০০ বছরেরও বেশি সময় ধরে এ রাজ বাড়িতে হয়ে আসছে দুর্গাপুজো। রাজস্থান এক হিন্দু রাজপুত রাজা দিগ্বিজয় প্রতাপ সিংহদেও গড়ে তুলেছিলেন রাজত্ব। ‌
advertisement

তারই তত্ত্বাবধানে এই পুজোর সূচনা হয়। রাজবাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাহাড়ি হেঁসলা নদী থেকে দেবী দুর্গার ঘট-বারি আনা হয়৷ ঢাক বাদ্যের সঙ্গে বন্দুকের গুলি চালিয়ে রাজা ওই নদীতে ডুব দিয়ে ঘট আনতেন৷ বর্তমানেও সেই একই প্রথা চালু রয়েছে ৷ তবে বন্দুকের গুলির বদলে শব্দবাজি ফাটান হয়৷ কথিত আছে, এই রাজপরিবারের দুর্গা পুজো থেকেই উৎপত্তি হয়েছে ছৌ নৃত্যের৷

advertisement

আরও পড়ুন : দুর্গাপুজোয় দিঘার নতুন চমক! সমুদ্র শহরে বদ্রিনাথ মন্দির দেখে অবাক হবেন আপনিও

বর্তমানে না আছে রাজা, না আছে রাজত্ব। আছে শুধু রাজপ্রাসাদ, কাছারিবাড়ি, ঠাকুরদালান, নাটমহল এবং পুকুরগুলি৷ তবুও ঐতিহ্য ও সাড়ম্বরের সঙ্গে পালিত হয়ে আসছে দুর্গাপুজো। এ বিষয়ে বর্তমান রাজ পরিবারের উত্তরসূরী কুন্দপনারায়ণ সিংহদেও বলেন,  রাজতন্ত্রের অবসান ঘটলেও দুর্গাপুজোয় এই রাজবাড়ির জৌলুস অনেকটাই ধরে রেখেছেন তারা। পূর্বপুরুষদের তৈরি করা নিয়ম রীতি মেনেই দুর্গাপুজো হয়ে আসছে এখানে।

advertisement

View More

আরও পড়ুন : পতিত জমি থেকে হবে ব্যাপক লাভ! সার ছাড়া চাষেই প্রতিদিন হাজার হাজার টাকা আয়

আজও বহু মানুষ অপেক্ষা করে থাকেন এই পুজোর। এই পুজো পুরুলিয়ার ঐতিহ্য। এ বিষয়ে স্থানীয় গ্রামের বাসিন্দারা বলেন , ধুমধামের সঙ্গে প্রতিবছর এখানে দুর্গাপুজো হয়। তাদের গ্রামের একটি মাত্র পুজো এটি। পুজোতে দূর দূরান্ত থেকে অনেকেই এই রাজবাড়িতে আসেন। একদিনের রাজা হওয়া রীতিও প্রচলিত রয়েছে এই রাজবাড়িতে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জেলার পুরোনো ঐতিহ্যবাহী পুজো গুলির মধ্যে অন্যতম হেঁসলা রাজবাড়ির দুর্গাপুজো। প্রাচিন এই দুর্গাপুজোকে ঘিরে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। পর্যটকদের খুবই পছন্দের এই পুজো। তাই যারা দুর্গাপুজোর সময় পুরুলিয়া প্ল্যান করেন তারা একবার হলেও ঢু-মেরে যান এই রাজবাড়ি থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Durga Puja : রাজা নেই, রাজত্ব নেই! তবু ঐতিহ্যের জৌলুসে আজও ঝলমল করছে হেঁশলা রাজবাড়ির দুর্গাপুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল