কোথা থেকে যে সময় কেটে যাবে ভাবতেও পারবেন না। তাই আর দেরি না করে চলুন এখন দেখে নেওয়া যাক অপরূপ উসুলডুংরি। পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম উসুলডুংরি।
অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে এই গ্রাম। অযোধ্যা হিল টপে রাত্রি বাস করে ভোরে উঠে আট কিলোমিটার দূরের এই গ্রামে সূর্যোদয় দেখে আসা যায়।
advertisement
আরও পড়ুন- Durga Puja 2022 : ওষুধের খালি পাতায় তৈরি হচ্ছে দুর্গা! প্রতিমা গড়ে নজর কেড়েছেন শিল্পী সোমা
সবুজের যে কত বৈচিত্র্য হতে পারে তা ভালভাবে উপলব্ধি করা যায় এই উসুলডুংরি থেকে। শহুরে কোলাহলের এক্কেবারে বাইরে শান্ত নিরিবিলি পরিবেশ। সময় যে কিভাবে পার হয়ে যাবে তা আপনি টেরই পাবেন না।
কত রকমের পাখি! পাহাড়ের গায়ে ধাক্কা খেতে খেতে সেসব পাখির ডাক আলাদা আলাদা করে ধরা দেবে। বন মোরগ, টিয়ারা অবাক চোখে দেখবে আপনাকে। এখানে এলে রাস্তায় দেখা হয়ে যেতে পারে হাতির দলের সঙ্গেও।
চারদিকে জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পথ। তারই ফাঁকে ফাঁকে বিভিন্ন গ্রাম। সেখানকার বাসিন্দাদের সহজ সরল জীবন-যাপন আপনাকে মুগ্ধ করবে। উসুলডুংরির বাড়তি আকর্ষণ এখানকার এই ভিউ পয়েন্ট ও ওয়াচ টাওয়ার।
এছাড়াও সূর্যোদয় দেখার আরও কয়েকটি জায়গা রয়েছে এখানে। ইচ্ছে করলে পায়ে হেঁটে সেসব ভিউ পয়েন্ট পৌঁছে যাওয়া যায়। তবে তার জন্য ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে।
আরও পড়ুন- Durga Puja 2022|| অসামান্য দক্ষতায় গড়ে উঠছে শিসমহল, চুনাখালি নিমতলার মণ্ডপ কাড়বে নজর
এর পর পাহাড়ি আঁকাবাঁকা পথ। দুপাশে সদ্য ঘুম ভাঙা সবুজের সমারোহ। রাস্তার ওপর দিয়ে ছুটে যাওয়া বনমোড়গ, একের পর এক ছোট ছোট গ্রাম পেরিয়ে রাস্তা যেখানে শেষ, তার নাম উসুলডুংরি। রয়েছে সুউচ্চ ওয়াচ টাওয়ার। যেন প্রকৃতি অপার সৌন্দর্যের ডালি সাজিয়ে আপনারই অপেক্ষায় ছিল এতক্ষণ। সব মিলিয়ে অপার মুগ্ধতা।
