Durga Puja 2022|| অসামান্য দক্ষতায় গড়ে উঠছে শিসমহল, চুনাখালি নিমতলার মণ্ডপ কাড়বে নজর

Last Updated:

District Durga Puja 2022: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সম্প্রতি ইউনেস্কোর তরফেও  এই উৎসব স্বীকৃতি পেয়েছে  হেরিটেজ ফেস্টিভ্যাল হিসেবে।

+
বহরমপুর

বহরমপুর চুনাখালি নিমতলার থিম রাজস্থানের শিসমহল 

#বহরমপুরঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সম্প্রতি ইউনেস্কোর তরফেও এই উৎসব স্বীকৃতি পেয়েছে হেরিটেজ ফেস্টিভ্যাল হিসেবে। পুজো মানে যেমন নতুন পোশাক, তেমনই পুজো মানেই থিমের রকমারি। মণ্ডপসজ্জা থেকে প্রতিমা সবেতেই নতুন ভাবনা। থিমের নতুনত্ব দিয়েই শিরোপার খেতাব জয়ের লক্ষ্য।
এ বছর মুর্শিদাবাদ থানার চুনাখালি নিমতলার থিম রাজস্থানের শিসমহল। ১৬২৩ সালে রাজা জয় সিংহ এই মহল তৈরি করেছিলেন। অম্বর দুর্গের ভিতরে থাকা এই মহল তৈরি হয়েছিল বেলজিয়াম গ্লাসের টুকরো আর ছোটো ছোটো রঙিন পাথর দিয়ে। এই পাথর আর কাঁচের ওপর আলোর ছটার চোখ ধাঁধানো সৌন্দর্য নজর কাড়তো রাজার সাথে দেখা করতে আসা অতিথিদের। এ হেন শিসমহলকে চোখের সামনে হাজির করেছে চুনাখালি নিমতলা দুর্গাপুজো কমিটি।
advertisement
আরও পড়ুনঃ ৩২০ বছরের ঐতিহ্য, কান্দি জেমো নতুন বাড়ির দুর্গাপুজোর ইতিহাস জানুন
কয়েক বছর ধরেই মুর্শিদাবাদ চমক দিচ্ছে চুনাখালি নিমতলা দুর্গাপুজো কমিটি। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, গত দেড় মাস ধরে মণ্ডপ শিল্পীদের অসামান্য দক্ষতায় একটু একটু করে গড়ে উঠছে শিসমহল। শুধু মণ্ডপই নয়, প্রতিমা তৈরি হচ্ছে রাজস্থানী আদলে। দৃষ্টিকাড়া এই মণ্ডপসজ্জা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শহরবাসী।
advertisement
advertisement
পুজোর কর্মকর্তারা জানালেন, ইচ্ছে থাকলেও সকলের পক্ষে রাজস্থান গিয়ে আসল শিসমহল দেখা সম্ভব নয়। তাই এই শিসমহল তৈরির চিন্তা। দর্শকদের কাছে তাঁদের অনুরোধ, তাঁরা আসুন। দেখুন ও বেছে নিন সেরা পুজোমণ্ডপ। অবশ্য এরজন্য তাঁদের অপেক্ষা করতেই হবে উদ্বোধনের দিন পর্যন্ত। তবে নজর কাড়বে এই পুজোমণ্ডপ তাই আশাবাদী পুজো কমিটির সদস্যরা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja 2022|| অসামান্য দক্ষতায় গড়ে উঠছে শিসমহল, চুনাখালি নিমতলার মণ্ডপ কাড়বে নজর
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement