TRENDING:

Purulia toursim News: শীত পড়তেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল, কী বলছেন তারা?

Last Updated:

Purulia tourism news: পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে জেলা পুরুলিয়া অনেকখানি জায়গা করে নিয়েছে। পাহাড়, নদী, ঝর্না সব কিছুরই স্বাদ উপভোগ করা যায় লালমাটির এই জেলাতে। ছয় ঋতুতে ছয় রকম অপরূপ সাজে সেজে ওঠে জঙ্গলমহলের এই জেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: শীত পড়তেই বেড়ানোর প্ল্যান রেডি ভ্রমণপিপাসুদের। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে জেলা পুরুলিয়া অনেকখানি জায়গা করে নিয়েছে। পাহাড়, নদী, ঝর্না সব কিছুরই স্বাদ উপভোগ করা যায় লালমাটির এই জেলাতে। ছয় ঋতুতে ছয় রকম অপরূপ সাজে সেজে ওঠে জঙ্গলমহলের এই জেলা।
advertisement

আর প্রকৃতির এই অপরূপ রূপের স্বাদ উপভোগ করতে তাই বারবার পুরুলিয়ায় ছুটে আসেন পর্যটকেরা। শহুরে কোলাহল নিত্যদিনের কর্ম ব্যস্ততা থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দু-দিনের ছুটিতে অনেকেই এখন বেছে নিচ্ছে পুরুলিয়াকে। আর তাই এই শীতে শুরুতেই সুন্দরী অযোধ্যা পাহাড়ের পাদদেশে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সম্পর্কে বিরাট মোড়! কলকাতা এবং আগরতলায় দূতাবাসে বিক্ষোভের জেরে বড় পদক্ষেপ বাংলাদেশের

advertisement

এ বিষয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা বলেন, এর আগেও তারা পুরুলিয়া পাহাড়ে বেড়াতে এসেছিলেন। আবারও শীত পড়তেই তারা এখানে বেড়াতে এসছেন। তাদের ভীষণই ভালো লাগে পুরুলিয়ার প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু এবং এখানকার মানুষদের। তাই তারা বারে, বারে এখানে ছুটে আসেন। তাদের খুবই পছন্দের এই জায়গা। তীব্র শীত এখনও পড়েনি পুরুলিয়ায়, তাই হালকা শীতের আমেজ উপভোগ করতে, করতে এখানে বেড়াতে তাদের বেশ ভালোই লাগছে।

advertisement

View More

আরও পড়ুন: ভারতের থেকে মুখ ফেরাল বাংলাদেশ! পাকিস্তানের থেকে কোটি টাকা দিয়ে কিনছে বিশেষ জিনিস

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাঙালি থেকে অবাঙালি, কমবেশি সকলেরই পছন্দের ডেস্টিনেশন-এর তালিকায় জায়গা করে নিয়েছে বনমহলের এই জেলা। আর তাহলে নাই বা কেন পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের কখনওই ফিরিয়ে দেয় না পর্যটকদের। তাই এখানে এলে মন ভালো হয়ে যায় সকলেরই। আর তাই তো দিঘা, পুরী, দার্জিলিংয়ের পাশাপাশি এখন জেলা পুরুলিয়া অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। ডিসেম্বরের শুরুতেই হালকা ঠান্ডার আমেজ গায়ে মেখে পুরুলিয়ায় বেড়াতে আসছেন পর্যটকেরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia toursim News: শীত পড়তেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল, কী বলছেন তারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল