এবার পর্যটকদের কথা ভেবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বনদফতর। রাজ্য সরকারের নিজস্ব রিসর্টগুলি ছাড়া বেসরকারি হোটেল ও রিসর্ট মালিকেরা কেউ ‘ফরেস্ট’ শব্দ ব্যবহার করতে পারবেন না নিজের হোটেল বা রিসর্টে। ইতিমধ্যেই হোটেল, হোমস্টে ও রিসর্ট মালিকদের সঙ্গে বৈঠক করে তাঁদের এ বিষয়ে জানিয়ে দিয়েছে বনদফতর। এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ”ফরেস্ট শব্দটি বেসরকারি জায়গায় ব্যবহার aকরলে বেশ কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে। সেই কারণেই আমরা হোটেল, হোমস্টে ও রিসর্ট কর্তৃপক্ষগুলিকে অনুরোধ করেছি যাতে তারা ‘ফরেস্ট’ শব্দটি ব্যবহার না করে।”
advertisement
আরও পড়ুন: শনিবারই হবেন মালামাল! এই ৪ জিনিস দেখলেই ছুঁতে পারবে না বিপদ…! শনিদেবকে তুষ্ট করতে করুন এগুলি
এ বিষয়ে একটি বেসরকারি রিসর্টের কর্ণধার বলেন, ”বনদফতর থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলি আমরা মেনে চলার চেষ্টা করব। অনেক ক্ষেত্রেই ফরেস্ট শব্দটি ব্যবহার করার ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে ফরেস্ট শব্দ যদি ব্যবহার না করে বনদফতরকে সহযোগিতা করা যায়, আমরা তাই করব।”
পুরুলিয়া জেলাজুড়ে বহু বেসরকারি ফরেস্ট রিসর্ট রয়েছে। সেগুলি থেকে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই পর্যটকরা যাতে সুষ্ঠুভাবে পাহাড়ে ভ্রমণ করতে পারেন, তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে বনদফতর।
শর্মিষ্ঠা ব্যানার্জি