তবে সম্প্রতি তার লেখা একটি গ্রন্থ “জোছনা পেরিয়ে যাই অন্ধকার খোঁজে” (Jochhona Periye Jai Ahnar Khonje) মনোনীত হয়েছে নেপাল অথার্স অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য। নেপালের বিশিষ্ট সাহিত্য সংস্থা ইনফিনিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড (Infinity Services Pvt. Ltd.) -এর পক্ষ থেকে মনোনয়নপত্রে জানানো হয়েছে দেবাশিস মণ্ডলের এই বই মনোনীত হয়েছে এই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য। পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১ নভেম্বর, নেপালের কাঠমাণ্ডু শহরে।
advertisement
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মন্থার ঝাপটায় মেঘলা আকাশ, বৃষ্টি! এরই মাঝে ‘ওদের’ হানা, ভয়ে তটস্থ এলাকা
এ বিষয়ে লেখক তথা শিক্ষক দেবাশিস মণ্ডল বলেন, তিনি নিজের কবিতার বইয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন। পশ্চিমবঙ্গের মধ্য থেকে যে ক’জনের নাম রয়েছে তার মধ্যে তিনি রয়েছেন। পুরুলিয়ার মধ্য থেকে একমাত্র তার নামই এই পুরস্কারের জন্য নোমিনেট হয়েছে। এই পুরস্কার পেয়ে তার ভীষণই ভাল লাগছে। তিনি খুবই গর্বিত বোধ করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নেপাল অথার্স অ্যাওয়ার্ড হল একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মান, যা বিশ্বের বিভিন্ন ভাষার এবং অঞ্চলের বিশিষ্ট লেখকদের সম্মানিত করে থাকে। এই পুরস্কার সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষক দেবাশিস মণ্ডলের এই মনোনয়নে গর্বিত গোটা জেলা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আগামী দিনে তার সাহিত্যিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।





