এই উদ্যোগের মাধ্যমে শর্মিলা যেমন নিজের সংসারের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাতে পারছেন, তেমনই আত্মনির্ভরশীল হয়ে সমাজে গড়ে তুলেছেন নিজের একটি স্বতন্ত্র পরিচয়। তাঁর সাফল্য আজ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত অন্যান্য মহিলাদের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। শর্মিলা প্রমাণ করেছেন যে, মেয়েরাও সাফল্যের নিজস্ব গল্প গড়ে তুলতে পারে।
advertisement
বর্তমানে তিনি পুরুলিয়ার রঘুনাথপুর শহরে নিয়মিতভাবে খাবারের স্টল পরিচালনার পাশাপাশি বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও মেলায়ও অংশ নিচ্ছেন। শর্মিলা মণ্ডলের এই সাফল্য প্রমাণ করে যে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে আত্মনির্ভরশীল হওয়া মোটেও অসম্ভব নয়। শর্মিলা মণ্ডল জানান, “এই স্টলটি আমি সম্প্রতি নতুন খুলেছি। এখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আমি নিজেই সব খাবার তৈরি করি। অল্প সময়ের মধ্যেই মানুষের ভালবাসা পেয়েছি।” তিনি আরও বলেন, “আগামী দিনে আরও বড় পরিসরে এই স্টল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমার।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজেকে স্বাবলম্বী করে তোলার দৃঢ় প্রত্যয়ে শর্মিলা মণ্ডলের এই উদ্যোগ আজ সমাজের অসংখ্য নারীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।





