দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে সম্পূর্ণ মহিলা পরিচালিত দুর্গাপুজো হয়ে আসছে পুরুলিয়ার সুভাসপল্লি সিন্দারপট্টি সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে। এবছর তাদের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। দীর্ঘ ৫০ বছরের এই পুজো হলেও বিগত ১৭ বছর ধরে মহিলারাই এই পুজোর দায়িত্ব নিয়েছেন। এ-বছর তাদের থিম পুরুলিয়ার পর্যটন। প্যান্ডেল তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। এই পুজোর বাজেট রয়েছে প্রায় সাত লক্ষ। দুর্গাপুজোয় বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা কাটা থেকে ঠাকুরের বরাত দেওয়া, অফিসিয়াল সমস্ত কিছু সামলানো সবটাই নিপুণ হাতে করেন এই মহিলারা।
advertisement
আরও পড়ুন: লক্ষ্য দণ্ডী কেটে ২১০০ কিমি! কোথায় যেতে চায় দক্ষিণেশ্বরের ‘এই’ যুবক? জানলে আপনিও অবাক হবেন
এ বিষয়ে উদ্যোক্তারা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তারা এই পুজো করে আসছেন। এর আগে বিগত ৩৩ বছর পুরুষেরাই এই পুজোর দায়িত্ব নিয়েছিলেন। বর্তমানে এটি সম্পূর্ণ মহিলা পরিচালিত দুর্গাপুজো। সবটাই তারা করে থাকেন। এ-বছর তাদের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে তাই যেমন প্যান্ডেলে চমক রয়েছে তেমনি চমক রয়েছে দুর্গা প্রতিমাতেও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে শিল্পী সুশীল কুমার কুইরি বলেন, তিনি বহু জায়গাতেই মণ্ডপসজ্জা, প্রতিমা সজ্জা করেছেন। কিন্তু এই পুজোতেই তিনি দেখতে পান সমস্ত কিছু মহিলারাই একা হাতে সামলাচ্ছেন। এটা তার কাছে খুবই ভাল লাগার। এ-বছরের এই পুজোর প্যান্ডেল সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি ভাবেই তৈরি করা হচ্ছে। এই পুজোকে ঘিরে দীর্ঘদিন ধরে প্রস্তুতি থাকে তুঙ্গে। সারা বছর এই পুজোর অপেক্ষায় থাকেন কমিটির সদস্যরা। শহরের মানুষের কাছে পছন্দের পুজো গুলির মধ্যে অন্যতম এটি।