লক্ষ্য দণ্ডী কেটে ২১০০ কিমি! কোথায় যেতে চায় দক্ষিণেশ্বরের 'এই' যুবক? জানলে আপনিও অবাক হবেন

Last Updated:

সম্প্রতি সে এসে পৌঁছেছে দাঁতন। এরপর ওড়িশা হয়ে এগিয়ে যাবে তামিলনাড়ুর উদ্দেশ্যে। তার এই ভাবনা এবং আধ্যাত্মিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

+
দক্ষিণেশ্বর

দক্ষিণেশ্বর থেকে আদিযোগীর উদ্দেশ্যে যাত্রা

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: লক্ষ্য একবার সামনে থেকে আদিযোগীর দর্শন করা। রোদ, জল, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সামান্য একটি স্পঞ্জকে রাস্তায় রেখে তার উপর দণ্ডী কেটে এগিয়ে চলেছে এক যুবক। দক্ষিণেশ্বর থেকে তার যাত্রা শুরু, টানা প্রায় এক মাস পর এসে পৌঁছেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। এরপর দাঁতন পেরিয়ে ওড়িশা হয়ে দক্ষিণের পথে। দক্ষিণেশ্বর থেকে তার যাত্রা শুরু তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত আদিযোগীর উদ্দেশ্যে। যাত্রাপথ প্রায় ২১০০ কিলোমিটার। রাস্তায় সাধারণ মানুষের সাহায্য নিয়ে এগিয়ে চলেছে সে।
আজ থেকে প্রায় এক মাসেরও বেশি সময় আগে, দক্ষিণেশ্বর থেকে আদিযোগীর উদ্দেশ্যে বের হয় এক যুবক। দক্ষিণেশ্বরের বাসিন্দা রাজা শা বাড়ি থেকে বেরিয়েছে। পিঠে ছোট্ট একটি ব্যাগ। তাতেই রয়েছে সামান্য খাবার ও জামা কাপড়। এভাবে রাস্তায় দণ্ডী কেটে এগিয়ে চলেছে তামিলনাড়ুর উদ্দেশ্যে। এর আগে সাইকেলে ভ্রমণ করেছেন এই যুবক। তবে এবার মনে বিশ্বাস ও ভরসা নিয়ে গরম, বৃষ্টি, শীতকে উপেক্ষা করে পৌঁছবে আদিযোগী।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রতিটি মানুষের শখ ভিন্ন ধরনের। নিজেদের জীবনের সাধনার জন্য কত কিছুই না করে! তবে দক্ষিণেশ্বর থেকে প্রায় ২১০০ কিলোমিটার দণ্ডী কেটেই যাবে আদিযোগীর উদ্দেশ্যে। তবে কেন এমন ভাবনা যুবকের? তার কথায়, একবার আদিযোগী শিবের দর্শন করা। এর আগে সাইকেলে করে দক্ষিণেশ্বর থেকে কেদারনাথ যাত্রা করেছিল রাজা। তবে সম্প্রতি সামান্য কিছু টাকা, দু-একটা জামাকাপড় এবং একটি স্পঞ্জ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে সে। প্রতিদিন বেশ কয়েক কিলোমিটার দণ্ডী কেটে এগিয়ে চলেছে সে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্প্রতি সে এসে পৌঁছেছে দাঁতন। এরপর ওড়িশা হয়ে এগিয়ে যাবে তামিলনাড়ুর উদ্দেশ্যে। তার এই ভাবনা এবং আধ্যাত্মিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লক্ষ্য দণ্ডী কেটে ২১০০ কিমি! কোথায় যেতে চায় দক্ষিণেশ্বরের 'এই' যুবক? জানলে আপনিও অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
  • জেলায় জেলায় শীতের আমেজ

  • আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা?

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement