পুরুলিয়া শহর সংলগ্ন শিমুলিয়া এলাকায় ২০১৯ সালে এই বৈদ্যুতিক চুল্লিটি গড়ে ওঠে। এরপর বেশ কয়েক বছর ঠিকঠাক চলছিল। যদিও মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে চুল্লিটি বন্ধও থাকত। তবে দ্রুত ব্যবস্থা নিত পুরুলিয়া পৌরসভা। কিন্তু বর্তমানে প্রায় ৪ মাস ধরে বন্ধ রয়েছে এই বৈদ্যুতিক চুল্লিটি। এতেই চরম সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ আদ্রা ডিভিশনের রেলকর্মীদের জন্য সুখবর! বিশেষ উদ্যোগ নিল রেল প্রশাসন, বছর শেষের আগেই মিলল গুড নিউজ
advertisement
এই শ্মশানে দু’টি চুল্লি থাকলেও কোভিডের সময় থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে একটি খারাপ। চার মাস আগে দ্বিতীয় চুল্লিটিও খারাপ হয়ে যায়। অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবেই এই সমস্যা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পুরুলিয়া পৌরসভা।
বর্তমানে অধিকাংশ জায়গাতেই বৈদ্যুতিক চুল্লিতে দেহ সৎকার করা হয়। পুরুলিয়ার শিমুলিয়া শ্মশানেও বৈদ্যুতিক চুল্লি রয়েছে। তবে সেগুলি বিকল হয়ে পড়ে থাকায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পুরুলিয়া পুরসভা। কবে এই সমস্যা দূর হয় এখন সেটাই দেখার।
