প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যিনি প্রথম হবেন তাকে ৪০০০ টাকা, দ্বিতীয় ৩০০০ টাকা, তৃতীয় ২০০০ টাকা দেওয়া হবে এছাড়াও চতুর্থ থেকে দশম স্থানাধিকারিকদের নগদ অর্থে পুরস্কৃত করা হবে। এছাড়া অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীকে সার্টিফিকেট, ট্রফি ও মেডেল দেওয়া হবে।
আরও পড়ুনঃ বিনামূল্যে আইনি সহায়তা! আদালতের এই বিশেষ পরিষেবা অনেকেরই অজানা, জেনে রাখুন কাজে লাগতে পারে
advertisement
এ বিষয়ে ওই সংস্থার সদস্য জয়শ্রী চন্দ্র বলেন, এই প্রথমবার পুরুলিয়াতে এই রকম একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খুব ভাল সাড়া পেয়েছেন তারা। সেলাই শিখিয়ে মহিলারা কী করবেন পরবর্তীতে তা ঠিক করতে পারেন না। এই ধরনের প্রতিযোগিতার ফলে মহিলারা রোজগারের রাস্তা খুঁজে পাবেন। তাদের প্রতিভাকে তুলে ধরতে পারবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এই প্রতিযোগিতার বিচারক মৌমিতা দেব বলেন, যেভাবে এই প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এ বিষয়ে এই কম্পিটিশনের অংশগ্রহণকারী এক প্রতিযোগী মুনমুন মাহাতো বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার ভীষণই ভালো লাগছে। তিনি চান আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতা আরও হোক।
এই প্রতিযোগিতার ফলে প্রত্যন্ত গ্রামের মহিলারাও নিজেদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পেরেছে। এ প্রতিযোগিতার আয়োজন হওয়ায় খুশি সমস্ত প্রতিযোগীরা।





