গত ১৫ সেপ্টেম্বর অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুরুলিয়ার বোরো থানায় লিখিত অভিযোগ জানান অভিভাবকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হস্টেলের আবাসিক ছাত্রীদের শ্লীলতাহানী করে আসছেন ওই প্রধান শিক্ষক। ছাত্রীরা ভয়ে কেউ মুখ খোলার সাহস করেনি। হস্টেল থেকে ছাত্রীরা বাড়িতে এসে কান্নাকাটি করলে সন্দেহ হয় পরিবারের লোকজনদের। একটু চাপ দিতেই আসল ঘটনা জানতে পারেন অভিভাবকেরা। এরপরেই সকল অভিভাবক একজোট হয়ে থানার দারস্থ হন।
advertisement
বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে বোরো থানার পুলিশের দ্বারস্থ হন অভিভাবকেরা। এদিকে নির্যাতিতা ছাত্রীরা মুখ খুলতেই পালিয়ে যান অভিযুক্ত প্রধান শিক্ষক। ওই শিক্ষকের গ্রেফতারের দাবিতে বার বার আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে ২০ দিন পর লক্ষ্মীপুজোর দিন পুলিশের জালে ধরা পড়েন ওই প্রধান শিক্ষক। মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে তোলা হয় পুরুলিয়া জেলা আদালতে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলতে প্রধান শিক্ষক ভাস্কর চন্দ্র মাহাতো।