রাজকীয় সাজে সেজে উঠেছেন রাজ রাজেশ্বরী জগদ্ধাত্রী। সোনার অলংকারে দেবীকে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের এই অলংকার সারা বছর ব্যাঙ্কের লকারে থাকে। পুজোর সময় পুলিশি প্রহরায় লকার থেকে এই গয়না নিয়ে আসা হয়। মণ্ডপে থাকে কড়া পুলিশি নজরদারি। চারদিনব্যাপী এই উৎসব চলে।
আরও পড়ুনঃ পুরুলিয়ায় নয়া আতঙ্ক! বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন ‘এই’ গ্রামের বাসিন্দারা, উড়েছে রাতের ঘুম
advertisement
দেবীর ভোগেও রয়েছে বৈচিত্র্য। দেড় কুইন্টাল চালের পোলাও, পাঁচ কুইন্টাল চালের খিচুড়ি ও ৭০ রকমের মিষ্টান্ন দেওয়া হয়। কাতারে কাতারে মানুষের ঢল নামে এই পুজোয়। এই বিষয়ে পুরুলিয়া জগদ্ধাত্রী পুজো ট্রাস্টের সভাপতি গৌতম রায় বলেন, ভক্ত সমাগমে ভরে ওঠে এই মন্দির প্রাঙ্গন।
এখানে প্রায় ১০ লক্ষ টাকা বাজেটের পুজো হয়। দেবীর প্রায় ২১ লক্ষ টাকার অলংকার রয়েছে। তাই মা’কে এই কয়েকদিন পুলিশি প্রহরায় রাখা হয়। পুজো দেখতে আসা দর্শনার্থীরা বলেন, কমবেশি প্রত্যেক বছরই তাঁরা এই পুজো দেখতে আসেন।  এই বছর খুব সুন্দর থিমে মণ্ডপ সাজানো হয়েছে। খুবই ভাললাগছে বলে জানান তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজকীয় ঐতিহ্যে ঝলমল করছে পুরুলিয়ার সরকারপাড়ার জগদ্ধাত্রী পুজো। সেজে উঠেছে চারিদিক। ঐতিহ্যবাহী এই পুজো ঘিরে সাজো সাজো রব গোটা এলাকায়।






