এমনকি নববর্ষের দিনেও অযোধ্যা পাহাড়ের থেকে মুরগুমা জলাধারে পর্যটকদের ভিড় ছিল উপচে পড়ার মতো। ব্যাপক হারে পর্যটকদের ঢল নেমেছিল পুরুলিয়ায় মুরগুমা জলাধারে। এ বিষয়ে এলাকার এক সমাজসেবী অমর মাহাতো বলেন, ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে মুরগুমা জলাধার। যারাই পুরুলিয়া বেড়াতে আসেন তারা একবার হলেও এই জলাধারে ঘুরে যান। নতুন বছরে ভিড় আরও অনেকগুণ বেড়ে গিয়েছে।
advertisement
এক কথায় অযোধ্যা পাহাড়কে ছাপিয়ে যাচ্ছে মুরগুমা। এ বিষয়ে এখানে বেড়াতে আসা এক পর্যটক প্রণব দে বলেন, ‘মুরগুমা খুবই হাইপে চলছে এখন। এর সৌন্দর্য বরাবরই সকলকে আকর্ষিত করে। বর্তমানে এখানে অনেক হোম-স্টে, হোটেল গড়ে উঠেছে তাই থাকারও যথেষ্ট ভাল ব্যবস্থা রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়ার পর্যটনে গুরুত্বপূর্ণ মুরগুমা জলাধার। ধীরে ধীরে এই জলাধারের জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে গিয়েছে। নিরিবিলিতে দু-দিনের সময় কাটাতে অনেকেই এই জায়গাকে বেছে নিচ্ছেন। এমনকি নতুন বছরের শুরুতে অযোধ্যা পাহাড়ের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছে মুরগুমা।





