TRENDING:

Youth Hostel: পর্যটনের মরশুমে জয়চণ্ডী পাহাড়ে জলের হাহাকার, যুব আবাসে ভোগান্তি চরমে! পুরসভার আশ্বাসে স্বস্তির হাওয়া

Last Updated:

Purulia Youth Hostel: চলতি পর্যটন মরশুমে জয়চণ্ডী পাহাড় পর্যটনকেন্দ্রে পানীয় জলের সঙ্কট। সমস্যা যুব আবাসে। পুরসভার আশ্বাসে ফিরল স্বস্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ের সরকারি যুব আবাসে দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সঙ্কটের অবসানে শেষমেশ পদক্ষেপ নিল রঘুনাথপুর পৌরসভা। প্রায় দুই মাস ধরে চলা তীব্র জলসঙ্কটে বিপাকে পড়েছিলেন আবাসিকরা এবং যুব আবাসে আসা পর্যটকরা। বাধ্য হয়ে তাঁদের বাইরে থেকে পানীয় জল কিনে আনতে হচ্ছিল।
advertisement

অবশেষে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবের আগে সমস্যার গুরুত্ব অনুধাবন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে রঘুনাথপুর পৌরসভা। যুব আবাসে আসা পর্যটকরা জানান, “পানীয় জলের অভাবে আমাদের ভীষণ রকম সমস্যায় পড়তে হচ্ছে। পান করা তো বটেই, স্নান সহ নিত্যদিনের প্রায় সব কাজেই অসুবিধা হচ্ছে। জয়চণ্ডী পাহাড় বেড়াতে এসে এইভাবে যে পানীয় জলের সমস্যায় পড়তে হবে তা জানতাম না।”

advertisement

আরও পড়ুন: দৌড়তে দৌড়তে শহর সাফ! চণ্ডীতলায় পুলিশের উদ্যোগে সকালটাই বদলে গেল! পরিবেশ সচেতনতায় নতুন মডেল

এই পরিস্থিতি সম্পর্কে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, “পাইপলাইনের মেশিন খারাপ হয়ে যাওয়ার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। দ্রুততার সঙ্গে নিয়মিত পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। পৌরসভার উদ্যোগে সমস্যার সমাধান প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পর্যটনের মরশুমে জয়চণ্ডী পাহাড়ে জলের হাহাকার, যুব আবাসে ভোগান্তি! পুরসভার আশ্বাসে স্বস্তি
আরও দেখুন

উল্লেখ্য, চলতি পর্যটন মরশুমে জয়চণ্ডী পাহাড় পর্যটনকেন্দ্রে পানীয় জলের সঙ্কট বাড়ায় যুব আবাস কর্তৃপক্ষও চরম সমস্যায় পড়েছিল। বাধ্য হয়ে পর্যটকদের জন্য ট্যাঙ্কারের মাধ্যমে জলের ব্যবস্থা করতে হয়েছে যুব আবাস কর্তৃপক্ষকে। কিন্তু তাতেও জলের সমস্যা কাটানো সম্ভব হয়নি। তবে পৌরসভার উদ্যোগ ও আশ্বাসে অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে আবাস কর্তৃপক্ষ এবং পর্যটকদের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Youth Hostel: পর্যটনের মরশুমে জয়চণ্ডী পাহাড়ে জলের হাহাকার, যুব আবাসে ভোগান্তি চরমে! পুরসভার আশ্বাসে স্বস্তির হাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল